সঞ্জিত সরকারের ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’র সেঞ্চুরী
- বিনোদন প্রতিবেদক
- ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
সঞ্জিত সরকার, মেধাবী নাট্যকার ও পরিচালক। দীর্ঘদিন ধরেই তিনি টিভি নাটক নির্মাণ করে আসছেন। তার নির্মিত ‘ইতি দুলাভাই’, ‘চিটিং মাস্টার’, ‘মজনু একজন পাগল নহে’ , ‘মামার বাড়ির আবদার’, ‘পলাশপুরের নোলক’ ধারাবাহিকগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবারও দর্শকের ভালোবাসায় আলোচনায় রয়েছে আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। নাটকটি রচনা ও পরিচালনায় সঞ্জিত সরকার। এই ধারাবাহিকে ডা: এজাজুল ইসলাম রমজান চরিত্রে, আরফান বুলেট চরিত্রে, মীর সাব্বির রাজা চরিত্রে, সাজু খাদেম ফজলুল মাস্টার চরিত্রে, আখম হাসান শামসু চরিত্রে, সালহা খানম নাদিয়া শিউলী চরিত্রে, উর্মিলা লতা চরিত্রে, নাবিলা কুসুম চরিত্রে অভিনয় করছেন।
প্রত্যেকটি চরিত্রই শিল্পীদের অনবদ্য অভিনয়ে দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। এরই মধ্যে এই ধারাবাহিকে অভিনয়ের সাথে সম্পৃক্ত হয়েছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভী।
প্রতি শুক্রবার থেকে সোমবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হচ্ছে সঞ্জিত সরকার পরিচালিত এই ধারাবাহিক নাটকটি। গতকাল শুক্রবার রাত ১০টায় এই নাটকের শততম পর্ব প্রচার হয়েছে। পরিচালক সঞ্জিত সরকার বলেন, ‘আমার আগের পরিচালিত প্রতিটি ধারাবাহিক নাটকই ছিল দর্শকপ্রিয়। দর্শকের ভালোবাসায় সেসব নাটক জনপ্রিয় হয়ে উঠেছিল। সেই ধারাবাহিকতায় আমার রচিত ও পরিচালিত নতুন ধারাবাহিক চিটার অ্যান্ড জেন্টলম্যানও দর্শকের কাছে সমাদৃত হয়েছে। তাই দর্শকের কাছেই আমি সবসময় ঋণী। সেই সাথে আরটিভি কর্তৃপক্ষ এবং সব শিল্পী-কলাকুশলীদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ শিল্পীরা আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। নাটকে প্রত্যেকেই বিশেষত মীর সাব্বির, আখম হাসান, আরফান আহমেদ, সাজু খাদেম যার যার চরিত্রে এক কথায় তাদের সর্বোচ্চটাই দেয়ার চেষ্টা করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা