২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এই সময়ে তারা তিনজন

এই সময়ে তারা তিনজন -

ফার্মাসিস্ট চিণ¥য় সাহা সৌরভের সাথে গেল ১২ আগস্ট আশীর্বাদ সম্পন্ন হয়েছে এ সময়ের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী সুস্মিতা সাহার। আবার আশীর্বাদের ঠিক এক মাস পরপরই অর্থাৎ গেল ১২ সেপ্টেম্বর ছিল তার জন্মদিন। জন্মদিন কেমন কাটল এ প্রসঙ্গে সুস্মিতা সাহা বলেন, ‘বেশ ভালো কেটেছে, যেমনটা সবার কাটে। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, ফেসবুকে, সেলফোনে। জন্মদিনের শুরুর প্রহর থেকে শেষ পর্যন্ত সবার শুভেচ্ছা, ভালোবাসায় আমি আবেগাপ্লুত ছিলাম। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আগামী দিনগুলো ভালো কাটে।’ সুস্মিতা জানান, আপাতত স্টেজ শো নেই। তবে টিভি শো নিয়ে ব্যস্ত আছেন তিনি। এ দিকে আগামী ২১ সেপ্টেম্বর বিটিভিতে গাজী মাজহারুল আনোয়ারকে নিয়ে ‘স্মৃতিময় গানগুলো’ অনুষ্ঠানে গান গাইবেন সুস্মিতা সাহা। মূলত গাজী মাজহারুল আনোয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার লেখা গানগুলোই এ অনুষ্ঠানে গাওয়া হবে। সুস্মিতা সাহা নিয়মিত টিভিতে উপস্থাপনাও করছেন। প্রতি বৃহস্পতিবার বিটিভির সুপ্রভাত বাংলাদেশের অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। সুস্মিতা সাহার সাথে কিছু দিন আগেই একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল সঙ্গীতশিল্পী চম্পা বণিক ও অনন্যা আচার্য্যরে। রূপা চক্রবর্ত্তীর আয়োজনে একটি আবৃত্তির অনুষ্ঠানে তারা তিনজনই সঙ্গীত পরিবেশন করেছিলেন। গত রোববার তিনি ঢাকা ব্যাংকের আয়োজনে চম্পা বণিক একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। এ ছাড়াও গেল ৮ সেপ্টেম্বর গাজী মাজহারুল আনোয়ারের শ্রদ্ধায় সঙ্গীত পরিবেশন করেন চম্পা আরটিভিতে। চম্পা বলেন, ‘শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু গান গাইবার সুযোগ করে দিয়েছিল আরটিভি। সেই সাথে অনুষ্ঠানে উপল ভাই ও দিঠি আপুর উপস্থিতিও ছিল অনুষ্ঠানের সবচেয়ে বড় সৌন্দর্য। সত্যি বলতে কী স্যারের এই চলে যাওয়ায় আমাদের সঙ্গীতাঙ্গনে অনেক বড় শূন্যতার সৃষ্টি হয়েছে।’ এ দিকে দুই দিন আগেই এনটিভির মিউজিক্যাল লাইভ অনুষ্ঠানে অনন্যা আচার্য্য সঙ্গীত পরিবেশন করেছেন।


আরো সংবাদ



premium cement