২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘বীরত্ব’র প্রচারণায় ডা: আশীষ

‘বীরত্ব’র প্রচারণায় ডা: আশীষ -

ডা: আশীষ কুমার চক্রবর্ত্তী, রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক। তিনি একজন সংস্কৃতিবান্ধব ডাক্তার। বাংলাদেশের সিনেমার কিংবদন্তি অভিনেতা আনোয়ার হোসেন মৃত্যুর আগে অসুস্থ অবস্থায় একবার বিএফডিসিতে ঘুরতে যাওয়ার ইচ্ছা পোষণ করলে মূলত তিনিই এগিয়ে এসেছিলেন। আনোয়ার হোসেনকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তার হাসপাতালের লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দিয়ে আনোয়ার হোসেনের ইচ্ছা পূরণ করেছিলেন। এ ছাড়া সংস্কৃতি অঙ্গনের কেউ অসুস্থ হয়ে গেলে ডা: আশীষ কুমারের সহযোগিতা চাইলে তিনি ভীষণ আন্তরিকতা নিয়ে এগিয়ে আসেন। চিকিৎসা বাবদ যে খরচ দাঁড়ায় সেখানেও তিনি অন্যান্য হাসপাতালের চেয়ে বেশি ছাড় দিয়ে সহযোগিতার হাত বাড়ান। নানা কারণে তাই তিনি শিল্পীদের কাছে প্রিয় একজন ডাক্তার। ডা: আশীষকে ঘিরে বহু দৃষ্টান্ত রয়েছে, যা একজন আশীষকে সংস্কৃতিবান্ধব হিসেবে পরিচয় করিয়ে দিতে বেশ ভূমিকা রাখে। আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে আরো একটি গল্পনির্ভর সিনেমা। নাম ‘বীরত্ব’। এ উপলক্ষে গতকাল ১০ সেপ্টেম্বর দুপুর রাজধানীর মহাখালীতে অবস্থিত রাওয়া কনভেনশন হল-২ এ ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের সাথে প্রচারণা শুরু করে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বীরত্ব’ টিম।


আরো সংবাদ



premium cement