২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চার সিনেমায় দীপা খন্দকার

চার সিনেমায় দীপা খন্দকার -

টিভি নাটকের প্রিয় মুখ দীপা খন্দকার। কিছু দিন আগে টানা কাজ করে শেষ করেছেন চারটি সিনেমার কাজ। দীপা জানান, চারটি সিনেমারই ডাবিংও তিনি শেষ করেছেন। সিনেমাগুলো হচ্ছে- শহীদ রায়হানের ‘মনোলোক’, কামরুজ্জামান রোমানের ‘মোনা’, মো: ইকবালের ‘রিভেঞ্জ’ ও সাইফুল ইসলাম মান্নুর পায়ের ছাপ। সিনেমাগুলোতে অভিনয়ের আগে দীপা খন্দকার নাটক ও বিজ্ঞাপনের কাজেই বেশি ব্যস্ত ছিলেন। সেই ব্যস্ততা থেকে শিডিউল সমন্বয় করে তিনি সিনেমাগুলোতে অভিনয় করেছেন। আবারো টিভি নাটকেই অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন তিনি। এরই মধ্যে দু’টি ভিন্ন চ্যানেলে নতুন দু’টি ধারাবাহিক নাটকের প্রচার শুরু হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে এরই মধ্যে মীর সাব্বিরের রচনায় ও পরিচালনায় শুরু হয়েছে ২৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘বিদেশী ছেলে’। এ ছাড়া বাংলাভিশনেও প্রচার শুরু হয়েছে ইসমত আরা শান্তি পরিচালিত ‘মেঘবেলা’ নামে একটি ধারাবাহিকের। দীপা জানান, নতুন কোনো বিজ্ঞাপনে এর মধ্যে কাজ করা হয়ে উঠেনি। বাংলাভিশনে বেশ কিছু দিন আগেই প্রচার শুরু হয়েছে নিমা রহমান পরিচালিত দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘গুলশান এভিনিউ সিজন-টু’। তবে দীপা খন্দকার নাটক-সিনেমাতে অভিনয় করলেও তিনি নিজের সংসারের প্রতিও ভীষণ কেয়ারিং। তার স্বামী শাহেদ আলীও এ দেশের একজন খ্যাতনামা অভিনেতা। তাদের দুই ছেলেমেয়েকে নিয়ে সুখের সংসার।


আরো সংবাদ



premium cement