গান লিখার বিশ্বরেকর্ড করেছেন তিনি
- বিনোদন প্রতিবেদক
- ০৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০৫
এ দেশের গানকে আলোকিত করবেন বলে সূর্য হয়ে উদয় হয়েছিলেন কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে। সেই সূর্য গতকাল সকালেই অস্ত গেল রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। বলছি কালজয়ী গানের গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের কথা। আজ তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার মৃত্যু সংস্কৃতি অঙ্গনকে ঢেকে দিয়েছে শোকের চাদরে।
মানুষ এক জীবনে হাজার হাজার কোটি টাকা উপার্জন করে, গাড়ি করে, বাড়ি করে; একটা সময় সবই চলে যায়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও শান-শওকতের অধিকারী সম্রাটের ক্ষমতা হারিয়ে গেছে কালের গর্ভে। মাটিতে মিশে গেছে মানুষের গড়া অনেক গর্বিত সভ্যতাও। তার ভিড়ে কিছু মানুষ এমন কিছু কাজ করে গেছেন যা শত সহস্র বছর পেরিয়েও এই পৃথিবীতে টিকে আছে নন্দিত হয়ে, অনুপ্রেরণায়। সেই অনুপ্রেরণার পৃথিবীতে গাজী মাজহারুল আনোয়ার লিখে গেলেন অনবদ্য এক ইতিহাস। প্রায় ৩০ হাজার গান লিখেছেন তিনি। যা অবিশ্বাস্য, বিস্ময়কর ও অসাধারণ এক সাফল্য। একটি বিশ্বরেকর্ডও। পৃথিবীতে আর কোনো গীতিকবি এত গান লিখেছেন বলে তথ্য পাওয়া যায় না। ২০২০ সালে নিজগৃহে এক ঘরোয়া আড্ডায় এমনটাই জানিয়েছিলেন গাজী মাজহারুল আনোয়ার। সে দিনের দীর্ঘ আড্ডার সময়টুকু আজ কেবলই অতীত। আর কখনোই গল্প-কথায় মুখরিত হবেন না তিনি। আর কখনোই তার কলম চলবে না নতুন কোনো গানের তালাশে। মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ; অনুভূতির বৈচিত্র্যময় প্রকাশে গেল কয়েক দশক ধরেই এ দেশের মানুষের কাছে খুব প্রিয় গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান। অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা