২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রত্যেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন: অপু বিশ্বাস

প্রত্যেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন: অপু বিশ্বাস -

শাবনূর-পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে এগিয়ে অপু বিশ্বাস। মাত্র ১৬ বছর বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েই অভিনয়ের জাত চিনিয়ে ছিলেন তিনি। ২০ বছর বয়সে শাকিব খানকে বিয়ে করার পর তাদের জুটির জনপ্রিয়তা আরো বেড়েছিল। কিন্তু ৯ বছর পর বিয়ের খবর জানাজানি হলে তাদের দু’জনের দূরত্ব বাড়ে, যা শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়। এরপর থেকেই অপুর চলচ্চিত্র ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ। আগে যেখানে নিয়মিত বিরতিতে তার নতুন ছবি আসত। এখন বছরের পর বছর চলে যায় অথচ তার নতুন কোনো ছবি নেই। মাঝে দু-একটি সিনেমা মুক্তি পেলেও সেগুলো আগের মতো আলোচনায় আসতে পারেনি। তবে এবার তিনি প্রস্তুতি নিয়ে শুরু করছেন ক্যারিয়ারে দ্বিতীয় পার্ট। এ যাত্রায় অনেকেই তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাই অপু বিশ্বাস এখন আছেন বেশ ফুরফুরে মেজাজে। এ দিকে আগামী ৬ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে অপু অভিনীত প্রথম সিনেমা। নাম আজকের শর্টকার্ট। গায়ক নচিকাতার গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এই ছবি দর্শক গ্রহণযোগ্যতা পেলে অপুর আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে। অপু বলেন, আমি মনে করি এই সিনেমা ক্যারিয়ারে ঘুরে দাঁড়ানোর জন্য সহায়ক হবে। তবে আমি এখন সবচেয়ে বেশি ব্যস্ত ‘লালশাড়ি’ নিয়ে।
লালশাড়ি অপুর স্বপ্নের সিনেমা। এই সিনেমা দিয়েই একজন প্রযোজক হিসেবে অপু বিশ্বাসের যাত্রা শুরু হলো। স্বপ্নের সিনেমা এ কারণেই যে, লালশাড়ি সিনেমার গল্পটি তার মনের মতো সিনেমা। সিনেমাটি এ বছরই সরকারি অনুদান পেল। এর গল্প তানভীর আহমেদ সিডনীর। পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। অপু বিশ্বাস সিনেমাটি গল্প অনুযায়ী মনের মতো নির্মাণ করার জন্য এরই মধ্যে পরিচালক বন্ধন বিশ্বাস ও বিশ্বরঙ-এর কর্ণধার বিপ্লব সাহাকে সাথে নিয়ে টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে গিয়েছিলেন। এক দিনের এই লোকেশন খোঁজাতে অপু বিশ্বাস ও বন্ধন বিশ্বাসকে পূর্ণ সহযোগিতা করেছেন বিপ্লব সাহা। গেল মঙ্গলবার অপু বিশ্বাস তার নিজের মায়ের একটি লাল শাড়ি গায়ে জড়িয়ে টাঙ্গাইলে প্রায় ১৫টি লোকেশনে গিয়েছেন। গল্প অনুযায়ী নানান লোকেশন তাদের মন ছুঁয়ে গেছে। আবার সিনেমার গানের দৃশ্য ধারণের জন্যও মনের মতো লোকেশন পেয়েছেন। তবে পুরো সিনেমাই যে টাঙ্গাইল এবং তার আশপাশের এলাকায় শুটিং হবে এমনটি নয়। তবে অপু বিশ্বাস এটা নিশ্চিত করেছেন ঠিক এই মুহূর্তের প্রচণ্ড গরমটা অনেকটাই কমে আসলে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হবে অপুর ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং। অপু বিশ্বাস বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। এরই মধ্যে লালশাড়ির শুটিং শুরু করার জন্য আমরা টাঙ্গাইলে বিভিন্ন লোকেশন ঘুরে এসেছি। কারণ লোকেশনটা নির্দিষ্ট না করা পর্যন্ত সবকিছু গুছিয়ে ওঠা সম্ভব হচ্ছিল না। যথারীতি বিপ্লব সাহা দাদা ভীষণ সহযোগিতা করেছেন। আর যেসব এলাকায় লোকেশন খুঁজতে গিয়েছিলাম, সে এলাকার মানুষ ভীষণ আন্তরিক। প্রত্যেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সবচেয়ে বড় কথা হলো লালশাড়ির গল্প যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য আমি মনের মতো লোকশনেই পেয়েছি। আমার কাছে বারবার মনে হচ্ছিল যে লালশাড়ির জন্য প্রকৃতিই যেন আগে থেকে তৈরি হয়ে আছে। প্রকৃতিও যেন লালশাড়িকে বরণ করার অপেক্ষায়।’ অপু বিশ্বাস জানান, এই সিনেমাতে তিনি গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে থাকছেন। তবে আরো কে কে অভিনয় করবেন তারই চূড়ান্ত নির্বাচনের প্রক্রিয়া চলছে। আরো ১০-১৫ দিন লাগবে শিল্পী নির্বাচন চূড়ান্ত করতে। এই সিনেমার সঙ্গীত পরিচালনা করছেন ইমন সাহা।

 


আরো সংবাদ



premium cement
হিলি দিয়ে ফের পেঁয়াজ ও আলু আমদানি শুরু চট্টগ্রামে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬ ইন্দুরকানী প্রেসক্লাবের নতুন সভাপতি নাসির, সম্পাদক মনির ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স প্রথম বর্ষের আগামীকালের পরীক্ষা স্থগিত হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা টিসিবির ওএমএস কার্যক্রমে যুক্ত হচ্ছে ১০ লাখ পোশাকশ্রমিক গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ভূমি উপদেষ্টা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : জাতীয় নাগরিক কমিটি চিন্ময়ের গ্রেফতার ইস্যুতে যে বার্তা দিলো ভারতের কংগ্রেস ‘আইনজীবিকে হত্যা করে ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে’ চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে আক্রমণাত্মক ভারত

সকল