২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অ্যান্ড্র্রুু কিশোরের প্রতি চম্পা বণিকের শ্রদ্ধাঞ্জলি

অ্যান্ড্র্রুু কিশোরের প্রতি চম্পা বণিকের শ্রদ্ধাঞ্জলি -

ছোটবেলা থেকেই এই প্রজন্মের সঙ্গীতশিল্পী চম্পা বণিকের প্রিয় শিল্পী অ্যান্ড্রুু কিশোর। মঞ্চে প্রায়ই এখন শ্রোতা দর্শকের অনুরোধে অ্যান্ড্রুু কিশোরের গান গাইতে হয়। তাই বরেণ্য এই সঙ্গীতশিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার গাওয়া একটি গান নতুন করে গেয়েছেন চম্পা বণিক। অ্যান্ড্র্রুু কিশোরের গাওয়া জনপ্রিয় গান ‘জীবনের গল্পটা’ গানটি নতুন করে গেয়েছেন চম্পা বণিক। গানের কথা অরনি ইয়াসমিনের, সুর সঙ্গীত করেছেন অশোক পাল। এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন অশোক পাল। চম্পা বণিক বলেন, ‘শ্রদ্ধেয় অ্যান্ড্র্রুু কিশোর দাদা আমাদের দেশের গর্ব, আমাদের সঙ্গীতাঙ্গনের গর্ব। তিনি ছিলেন এই দেশের প্লেব্যাক সম্র্রাট। সিনেমার গানের রাজা ছিলেন তিনি। তার মতো সিনেমার গানে এত জনপ্রিয়তা আর কেউ অর্জন করতে পারেননি। এ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন তিনি। এখনো দর্শক গানে গানে তাকে মনে রেখেছেন। আমার ভীষণ প্রিয় শিল্পী তিনি। তার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েই গানটি আমি নতুন করে গেয়েছি। এ ক্ষেত্রে আমাকে সাহস জুগিয়েছেন এই গানের সুরকার শ্রদ্ধেয় অশোক পাল দাদা। আমি গানটি গাওয়ার চেষ্টা করেছি। কেমন গেয়েছি জানি না। আমি ভীষণভাবে কৃতজ্ঞ অশোক পাল দাদার কাছে, কারণ তার জন্যই এমন একটি গান গাওয়ার সুযোগ হয়েছে আমার।’ ২০ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ বেতারে নজরুল সঙ্গীত ও আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত চম্পা বণিক। গতকাল তিনি খালেদ বুলবুলের লেখা ও অশোক পালের সুর সঙ্গীতে ‘রাত্রির শেষে অবশেষে সূর্যটা উঠলো হেসে’ গানটি গেয়েছেন।


আরো সংবাদ



premium cement
সুপ্রিম কোর্টে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা ও বিক্ষোভ ঋণ তিন মাস প‌রিশোধ না করলে খেলাপি ‘গণঅভ্যুত্থানের বড় স্টেকহোল্ডার ছিল শিবির’ দাবি ইবি সমন্বয়কের যুক্তরাষ্ট্রে পরকীয়া করছেন নায়ক নিরব, অভিযোগ স্ত্রীর আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটা বন্ধের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের হাসনাত-সারজিসকে হত্যার চেষ্টা, ঢাবিতে বিক্ষোভের ডাক বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা এবার প্রকাশ্যে এলেন বেরোবি শিবির সভাপতি রূপগঞ্জে সুতা কারখানায় আগুন নোয়াখালীতে পিলখানায় হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ

সকল