২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘লালশাড়ি’তে থাকছেন অপু বিশ্বাস

‘লালশাড়ি’তে থাকছেন অপু বিশ্বাস -

কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসের। সেই সিনেমার প্রচারণা শেষে সম্প্রতি ঢাকায় ফিরেছেন তিনি। ফিরেই সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লালশাড়ি’ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন অপু। এ সম্পর্কে তিনি জানান, এই মুহূর্তে ‘লালশাড়ি’ ছাড়া আপাতত আর কোনো ভাবনা নেই। বর্তমানে ‘লালশাড়ি’র শিল্পী নির্বাচনের প্রক্রিয়ায় চলছে। ‘লালশাড়ি’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর আহমেদ সিডনি। এটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। নিজের প্রথম সরকারি অনুদানের সিনেমাতে অপু বিশ্বাস নিজেও অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন গতকাল। অপু বিশ্বাস বলেন,‘আমি দীর্ঘ সময় ধরে সিনেমাতে অভিনয় করে যাচ্ছি। একজন নায়িকা হিসেবে বিভিন্ন সিনেমাতে কাজ করে নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করেছি। যেহেতু লালশাড়ির শুরু থেকেই আজ অবদি সবকিছুই আমার জানাশুনা। সে কারণে এই সিনেমার গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে আমিই অভিনয় করতে যাচ্ছি। একজন শিল্পী হিসেবে ভালো গল্পের ভালো চরিত্রে কাজ করার প্রবল স্পৃহা সবসময়ই থাকে। লালশাড়ির গল্পটা এত চমৎকার যে তা দর্শককে মুগ্ধ করবে। আর আমি যে চরিত্রটিতে অভিনয় করব সেই চরিত্রটিও এক কথায় অসাধারণ। চরিত্রটির প্রেমে পড়েই আমি এতে অভিনয় করতে যাচ্ছি। এই চরিত্রের জন্য আমি নিজেকে প্রস্তুত করছি। সেই প্রস্তুতিটা কেন নিচ্ছি তা আসলে সিনেমাটি মুক্তির পর আমার চরিত্রটি দেখলে দর্শক তা অনুভব করতে পারবেন। আমার পুরো টিমই আসলে আমাকে সহযোগিতা করছেন। আগামী নভেম্বর অথবা ডিসেম্বরে লালশাড়ির শুটিং শুরু হবে। অপু বিশ্বাস জানান, লালশাড়ি সিনেমাটি নির্মাণের ক্ষেত্রে পাশে আছে বিশ^রঙ-এর কর্ণধার বিপ্লব সাহা। অপু বলেন, ‘বাংলাদেশের শাড়ির ইতিহাস ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে বিশ্বরঙ ও বিপ্লব সাহা দাদার ভূমিকা অনেক। বিপ্লব দাদা ভীষণ আন্তরিকতা নিয়েই লালশাড়ির পাশে আছেন। এ কারণে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’
এদিকে সুবীর ম-লের ‘আজকের শর্টকার্ট’ সিনেমার মধ্যদিয়ে কলকাতায় অভিষেক হতে যাচ্ছে অপু বিশ্বাসের। গত কিছুদিন তিনি কলকাতাতেই ছিলেন এই সিনেমার প্রচারণায়। এ দিকে মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস অভিনীত বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, সোলায়মান হোসেন লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ডায়েল রহমানের ‘ঈশা খাঁ’। এই সিনেমাগুলোতেও অপু বিশ্বাস গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬ ইন্দুরকানী প্রেসক্লাবের নতুন সভাপতি নাসির, সম্পাদক মনির ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স প্রথম বর্ষের আগামীকালের পরীক্ষা স্থগিত হাসনাত-সারজিসকে ট্রাকচাপায় হত্যার চেষ্টা টিসিবির ওএমএস কার্যক্রমে যুক্ত হচ্ছে ১০ লাখ পোশাকশ্রমিক গণ-অভ্যুত্থানকে ব্যর্থ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ভূমি উপদেষ্টা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে : জাতীয় নাগরিক কমিটি চিন্ময়ের গ্রেফতার ইস্যুতে যে বার্তা দিলো ভারতের কংগ্রেস ‘আইনজীবিকে হত্যা করে ইসকন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে’ চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে আক্রমণাত্মক ভারত ‘ইসকনের ষড়যন্ত্রে পা দেবেন না’

সকল