২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাম দিয়েছিলেন ‘বাংলার দিলীপ কুমার’ : জাভেদ

জাভেদ -

বাংলাদেশের সিনেমার জীবন্ত কিংবদন্তি নায়ক ও নৃত্যপরিচালক জাভেদ অভিনীত সিনেমা সর্বশেষ মুক্তি পায় আজ থেকে প্রায় চার বছর আগে। এরপর আর তাকে নতুন কোনো সিনেমাতে অভিনয়ে দেখা যায়নি। কারণ এরপর তিনি শারীরিকভাবেই অনেকটা অসুস্থ হয়ে যান। সেই অসুস্থাবস্থা থেকে এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। রাজধানীর উত্তরায় তার নিজ বাসভবনে গত সোমবার এক ঘরোয়া আড্ডায় মেতে উঠেন তিনি পুরোনো দিনের স্মৃতিচারণ নিয়ে। সেখানে যে বিষয়টি নতুন করে এই প্রজন্মের পাঠক, দর্শককে জানানো জরুরি তা হলো- চিত্রনায়ক জাভেদ যখন নিজেকে নাচে পারদর্শী করে তোলার জন্য তারই নৃত্যগুরু সাধু মহারাজের সাথে ভারতে যান সেই আসা-যাওয়ার সময়টাতে তিনি তার ভাগ্নেদের বলে গিয়েছিলেন বঙ্গবন্ধুর সাথে দেখা করার কোনো সুযোগ থাকলে যেন তাকেও সাথে নিয়ে যাওয়া হয়। মূলত জাভেদের ভাগ্নেরা আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার কারণে তখন থেকেই বঙ্গবন্ধুর সাথে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। সেই সময়ই জাভেদের একবার সুযোগ আসে বঙ্গবন্ধুর কাছে যাওয়ার। বঙ্গবন্ধুর সাথে দেখা হওয়ার পর জাভেদ বঙ্গবন্ধুর কাছ থেকে ভারতে নাচের প্রশিক্ষণের জন্য আশীর্বাদ নিতে গেলে বঙ্গবন্ধু তাকে ‘বাংলার দিলীপ কুমার’ নামে অভিহিত করেছিলেন। সেই সময়ে এ বিষয়টি বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে বেশ ছড়িয়ে পড়ে। তখন থেকেই মূলত জাভেদকে ‘বাংলার দিলীপ কুমার’ নামে অভিহিত করা হয়। জাভেদের বয়স যখন মাত্র ১৪, সেই বয়সেই তিনি পূর্বপাকিস্তান থেকে পরিবারের সবাইকে ছেড়ে তারই ওস্তাদ সাধু মহারাজের সাথে পশ্চিম পাকিস্তানে চলে আসেন।


আরো সংবাদ



premium cement
দ্বিতীয় দিনের উত্থানে পুঁজিবাজার বিমানবাহিনীর আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া প্রদর্শন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত অ্যাডভোকেট সাইফুল নিহতের ঘটনায় আইআইইউসি ভিসি ট্রাস্টের শোক প্রকাশ ইউনিলিভার বাংলাদেশের সাসটেইনেবিলিটি ব্লু বুক প্রকাশ প্রাইম ব্যাংক ও এফএমওএর ডকুমেন্ট বিনিময় সাউথইস্ট ব্যাংক ও বিডা-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ঢাবি বাঁধন-এর নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত সিলেটে দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ শুধু বিসিএস পরীক্ষার পেছনে না ছুটে উদ্যোক্তা হোন : চবি ভিসি চুয়েটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৪ অথবা ২৫ জানুয়ারি

সকল