২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যে গান করে সেই বুঝবে এই অনুভূতি - বেবী নাজনীন

যে গান করে সেই বুঝবে এই অনুভূতি - বেবী নাজনীন -

আজ ২৩ আগস্ট ব্লাক ডায়মন্ড খ্যাত সঙ্গীতশিল্পী বেবী নাজনীনের জন্মদিন। প্রবাসে থাকায় দিনটি উপলক্ষে বড় কোনো আয়োজন নেই এবার। তবে সামাজিক মাধ্যমে ভক্ত ও শুভাকাক্সিক্ষদের সাথে দিনটি উপলক্ষে শুভেচ্ছা আদান প্রদান করবেন বরেণ্য এই সঙ্গীতশিল্পী।
বাংলা গানকে সাধারণের কাছে পৌঁছে দিতে নানাভাবে কাজ করেছেন তিনি। ইট-পাথরের শহুরে জীবন থেকে ভাটিয়ালি গ্রাম পর্যন্ত সমানভাবে জনপ্রিয় তার সুর। বেবী নাজনীন বলেন, ‘প্রতিটি গানই আমার নিজের সন্তানের মতো। একেকটা গান আমার কাছে আমার সৃষ্টি। যখন যে গানই করি সেটিই আমার কাছে অত্যন্ত মূল্যবান বলে মনে হয়। তাই যতটা সম্ভব যত্ন নিয়ে সাজিয়ে তুলি। গানের বিষয়টাই এরকম। যেই গান করে, বোঝে এবং ভালোবাসে সেই বুঝবে এই অনুভূতি।’
জন্মদিন কীভাবে কাটাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মূলত এ দিনটি আমি ঘরেই থাকি। এখন আমি যুক্তরাষ্ট্রে। এখানে খুব বেশি প্রয়োজন ছাড়া খুব একটা বাইরে যাওয়া হয় না। তবে জন্মদিন ঘিরে টুকটাক কিছু ব্যস্ততা তো থাকেই, যা গত রাত থেকেই শুরু হয়েছে। অনেকেই ফুল নিয়ে আসছেন। অনেকে দূর-দূরান্ত থেকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। আবার দেশে এবং দেশের বাইরে অনেকে আমার জন্মদিন উপলক্ষে কেক কেটেছে। অনেকের সাথে আমাকে ফোনেই যোগ দিতে হয়েছে কেক কাটার পর্বে।
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আসলে ভক্তদের জন্যই আমি। একা আমি কিছু নই। আমি আমারও নই। আমার ভক্তরা যতদিন থাকবে আমিও ততদিন বেঁচে থাকবো। আমার ভক্তরা না থাকলে আমি থাকবো না। এই বাঁচা আমার একার নয়, আমার ভক্তদের নিয়ে। আমার ভক্তদের জন্য আমার কামনা থাকবে তাদের সুন্দর, সুস্থ এবং আনন্দময় জীবন। তাদের স্বপ্নগুলো পূর্ণ হোক এবং তারা আমাকে বেশি করে আশীর্বাদ করুক এবং দোয়া করুক- এটাই আমি চাই। আমার ভক্তদের নিয়েই আমি বেঁচে থাকতে চাই।
সাফল্য এবং প্রাপ্তির দীর্ঘ সিঁড়ি পেরিয়ে এসেছেন বেবী নাজনীন।
আধুনিক গানের বাজারে সর্বাধিকসংখ্যক একক অ্যালবামের শিল্পী বেবী নাজনীন সমানতালে প্রতিনিধিত্ব করেছেন বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের স্টেইজে।এছাড়া কবিতার জগতেও রয়েছে তার সাফল্যের স্বাক্ষর। ‘সে, ‘ ঠোঁটে ভালোবাসা’ এবং ‘প্রিয়মুখ’ নামে বাজারে তার তিনটি কাব্যগ্রন্থ আছে।
জীবনের এই পর্যায়ে জীবন সম্পর্কে এই শিল্পীর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘জীবনকে বিশ্লেষণ করেই চলতে হয়। জীবনকে বিশ্লেষণ করলে জীবন অনেক সুন্দর। পৃথিবী যেমন একটি, জীবনও মাত্র একটি। এই এক জীবনেই অনেক প্রাপ্তি, অনেক অভিজ্ঞতা, অনেক দুঃখ, কষ্ট, আনন্দ এ সব কিছু মিলিয়েই জীবন অনেক সুন্দর।’
বর্তমানে সঙ্গীত কর্মের ব্যস্ততার কথা টেনে তিনি বলেন, ‘প্রবাসে বসে কিছু গান নিয়ে কাজ করছি। শিগগিরই হয়তো সেগুলো শ্রোতাদের পৌঁছে দিতে পারবো। একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী আগামী ২ থকে ৪ সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠেয় ৩৬তম ফোবানা কনভেনশন ২০২২’ এ পারর্ফম করবেন। চলতি বছরের শেষ দিকে দেশে ফিরতে পারেন উত্তরবঙ্গের দোয়েল বেবী নাজনীন।


আরো সংবাদ



premium cement
সুপ্রিম কোর্টে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা ও বিক্ষোভ ঋণ তিন মাস প‌রিশোধ না করলে খেলাপি ‘গণঅভ্যুত্থানের বড় স্টেকহোল্ডার ছিল শিবির’ দাবি ইবি সমন্বয়কের যুক্তরাষ্ট্রে পরকীয়া করছেন নায়ক নিরব, অভিযোগ স্ত্রীর আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটা বন্ধের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের হাসনাত-সারজিসকে হত্যার চেষ্টা, ঢাবিতে বিক্ষোভের ডাক বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা এবার প্রকাশ্যে এলেন বেরোবি শিবির সভাপতি রূপগঞ্জে সুতা কারখানায় আগুন নোয়াখালীতে পিলখানায় হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ

সকল