২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পুলকের কথায় আঁখির গান

পুলকের কথায় আঁখির গান -

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী পুলক অধিকারী তার নিজের ইউটিউব চ্যানেল ‘পুলক অধিকারী’র জন্য ১০০টি মৌলিক গানের প্রজেক্টের কাজ হাতে নিয়েছেন। এরই মধ্যে তার এই চ্যানেলে ‘চল যাই’ ও ‘বাবা’ শিরোনামের দু’টি গান প্রকাশিত হয়েছে। পুলকের ভাষ্যমতে দু’টি গানের জন্যই বেশ সাড়া পাচ্ছেন তিনি। এরই মধ্যে গেলো রোববার পুলক তার নিজের চ্যানেলের জন্য আরো একটি নতুন গান করেছেন। গানের শিরোনাম ‘প্রেম ব্যাপারী’। গানের কথা লিখেছেন ও সুর করেছেন পুলক নিজেই। সঙ্গীতায়োজন করেছেন এ প্রজন্মের মেধাবী সুরকার, সঙ্গীত পরিচালক, গায়ক আকাশ মাহমুদ। এবারই প্রথম আঁখি আলমগীর পুলকের কথা ও সুরে গান গাইলেন। শিগগিরই গানটির মিউজিক ভিডিও নির্মাণ শেষে ইউটিউবে প্রকাশ পাবে। গানটিতে আঁখি আলমগীরের সহশিল্পী পুলক অধিকারী। আঁখি আলমগীরকে দিয়ে নিজের ইউটিউব চ্যানেলের জন্য গান গাওয়ানো প্রসঙ্গে পুলক বলেন, ‘আমার ছোট্ট এই জীবনে এখন পর্যন্ত আমার দেখা ভীষণ ভালো মনের একজন মানুষ। আমার জীবনের অন্যতম প্রিয় একজন মানুষ শ্রদ্ধেয় আঁখি আপা। এত প্রাণোচ্ছল মানুষ আমি জীবনে কমই দেখেছি। তিনি আমার কথা সুরে গান গেয়েছেন- এটা আমার জন্য সত্যিই অনেক আনন্দের। আমার ভীষণ গর্ব হচ্ছে যে আঁখি আপা আমার কথা সুরে গান গেয়েছেন। বচলা যেতে পারে এটাও এক ধরনের অর্জন।’ আঁখি আলমগীর বলেন, ‘পুলক এবং আকাশ দু’জনই ভীষণ মেধাবী। আমাকে নিয়ে কাজ করতে পেরে তাদের দু’জনের মধ্যে যে উচ্ছ্বাস আমি দেখেছি তা আমাকে আবেগাপ্লুত করেছে। পুলক মূলত সুফি ঘরানার গান বেশি করে। এই গানটি যদিও আধুনিক গান, রিদমিক গান- কিন্তু মেলোডির বাইরে না। আমি সাধারণত দ্বৈত গান করি না। কিন্তু এই গানটি অতিরিক্ত সুন্দর বলেই গানটি গেয়েছি। আর পুলকের ভয়েজ ডেলিভারি এমন ছিল যে সিনেমার হিরোদের জন্য গান গাইতে গেলে যেমন এক্সপ্রেসন দিতে হয় শিল্পীকে- ঠিক তেমন। পুলকের কথা, সুর ভীষণ ভালো লেগেছে। আকাশের সঙ্গীতায়োজন এক কথায় দুর্দান্ত। আমি এই গানটি প্রকাশের অপেক্ষায় আছি।’


আরো সংবাদ



premium cement
সুপ্রিম কোর্টে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা ও বিক্ষোভ ঋণ তিন মাস প‌রিশোধ না করলে খেলাপি ‘গণঅভ্যুত্থানের বড় স্টেকহোল্ডার ছিল শিবির’ দাবি ইবি সমন্বয়কের যুক্তরাষ্ট্রে পরকীয়া করছেন নায়ক নিরব, অভিযোগ স্ত্রীর আইনজীবী হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে আজও উত্তাল চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটা বন্ধের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের হাসনাত-সারজিসকে হত্যার চেষ্টা, ঢাবিতে বিক্ষোভের ডাক বিচারপতিকে ডিম ছুঁড়ে মারলেন আইনজীবীরা এবার প্রকাশ্যে এলেন বেরোবি শিবির সভাপতি রূপগঞ্জে সুতা কারখানায় আগুন নোয়াখালীতে পিলখানায় হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ

সকল