২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিনেমাটোগ্রাফার হতে চান নীলা ইসরাফিল

সিনেমাটোগ্রাফার হতে চান নীলা ইসরাফিল -

গোপালগঞ্জের মেয়ে নীলা ইসরাফিল। এখন পর্যন্ত অনেক নাটকে অভিনয় করেছেন, মডেল হয়েছেন চল্লিশটিরও বেশি বিজ্ঞাপনে। সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। কিন্তু অভিনেত্রী ও মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার চেয়ে নিজেকে একজন সিনেমাটোগ্রাফার হিসেবেই প্রতিষ্ঠিত করার স্বপ্ন তার। বাংলাদেশের প্রখ্যাত সিনেমাটোগ্রাফার খায়ের খন্দকারের সঙ্গে সহকারী সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। আরেক প্রখ্যাত সিনেমাটোগ্রাফার রাশেদ জামান তাকে পরামর্শ দিলেন, যেন বাইরে থেকে একটি কোর্স করে আসেন তিনি। সেই ভাবনা থেকেই আগামী সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের ‘ব্যাংকক ফিল্ম স্কুল’ থেকে সিনেমাটোগ্রাফির ওপর তিন মাসের একটি কোর্স করতে যাচ্ছেন নীলা ইসরাফিল। নীলা বলেন, ‘অনেক টিভি নাটকে অভিনয় করেছি, বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছি। অভিনীত সিনেমাও মুক্তি পেয়েছে। কিন্তু আমার নিজেকে ভীষণ টানে সিনেমাটোগ্রাফি। আমি কিছুদিন খায়ের খন্দকার ভাইকেও অ্যাসিস্ট করেছি। সেখান থেকেই আসলে আমার সিনেমাটোগ্রাফার হওয়ার অনুপ্রেরণা। রাশেদ জামান ভাইয়ের কাছেও সিনেমাগ্রাফি শিখছিলাম আমি। তিনি যেহেতু আমার স্বপ্নের কথা জানেন, তাই রাশেদ ভাইও বললেন বাইরে থেকে একটি কোর্স ভালোভাবে সম্পন্ন করে আসা। সেই স্বপ্ন নিয়েই আসলে ব্যাংকক ফিল্ম স্কুল-এ সিনেমাটোগ্রাফির কোর্সটা করতে যাচ্ছি। আমার আত্মবিশ^াস যে আমি ভালো করতে পারবো ইনশাআল্লাহ। কোর্স শেষে দেশে ফিরে সিনেমাটোগ্রাফিতে নিজেকে কাজে লাগানোর চেষ্টা করবো। আমার বিশ^াস আমাকে সবাই সহযোগিতা করবেন, পাশে থাকবেন।’ নীলা ইসরাফিল অভিনীত সকাল আহমেদ পরিচালিত ‘কে খুনি’ ও ‘ব্রেক আপ ইন’ নাটক দু’টি গেলো ঈদে প্রচারিত হয়েছে। দু’টি নাটকই ইউটিউবে প্রকাশিত আছে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল