‘ধানের কাব্য’ আসছে সেলুলয়েডের ফিতায়
- সাকিবুল হাসান
- ১৬ আগস্ট ২০২২, ০০:০০
বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক শাদে আলীর ‘ফসল তোলার কাহিনী’ ছোটগল্প অবলম্বনে মেধাবী নির্মাতা বিবেশ রায় আজ থেকে দুই দশক আগে কাহিনীচিত্র ‘ধানের কাব্য’ নির্মাণ করেছিলেন। এ কাহিনীচিত্রের চিত্রনাট্য করেছিলেন বিবেশ রায় নিজেই। সুনামগঞ্জের ভাটি এলাকা মধ্যনগর বাজার তথা এর আশপাশের এলাকার এক ফসল অর্থাৎ ধান তোলার কাহিনী নিয়েই এ তথ্যচিত্র নির্মাণ করা হয়েছিল। এতে অভিনয় করেছিলেন সেই সময় অর্থাৎ ২০০২ সালে সিনেমার কাজে তুমুল ব্যস্ত থাকা নায়িকা মুনমুন ও বর্তমানে সময়ে নাটকে ব্যস্ত থাকা অভিনেতা বড় দা মিঠু (মাহমুদুল ইসলাম মিঠু), জাপান প্রবাসী হুমায়ূন কবির, টাঙ্গাইলের পূবালী ব্যাংকের (বর্তমান) ম্যানেজার প্রদীপ দেবনাথ, স্বর্গীয় বিজন ভট্টাচার্য্য, মুন্নীসহ আরো অনেকে। কাহিনীচিত্রটি নির্মাণের দুই দশক পূর্তিতে বিবেশ রায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দুই দশক পূর্তিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা চলছে। সেই সাথে বিবেশ রায় আরো জানান, এবার ধানের কাব্যকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। বিবেশ রায় বলেন, ‘মরহুম শ্রদ্ধেয় শাহেদ আলী স্যারের ছোটগল্প অবলম্বনে আমি আজ থেকে দুই দশক আগে আমি কাহিনীচিত্রটি নির্মাণ করি। সেই সময় এটি অনেক জায়গায় প্রদর্শন করা হয়েছিল। ইউটিউব ছিল না তখন; যে কারণে ইউটিউবে প্রকাশ করব এমন ভাবনাও ছিল না। তখন যারা এটি উপভোগ করেছিলেন, সবাই এর প্রশংসা করেছিলেন। তবে সেই সময় ভীষণ সহযোগিতা করার জন্য আমি চিত্রনায়িকা মুনমুনের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ মধ্যনগর বাজারে এবং তার আশপাশের এলাকায় নানান প্রতিকূলতার মধ্য দিয়ে মুনমুন অনেক কষ্ট করে শুটিং করেছিলেন। তার প্রতি ঋণী আমি। আজ দুই দশক পর এই গল্প নিয়ে সিনেমা নির্মাণের পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। নতুন শিল্পীদের নিয়ে কাজ করা হবে।’ বি আর প্রোডাকসনের ব্যানারে সেই সময় এই কাহিনীচিত্র নির্মাণ করতে তিন লাখ টাকা ব্যয় হয়েছিল। কাহিনীচিত্রটি দু’টি গান ছিল। গান দু’টি লিখেছিলেন স্বপন কুমার নাগ, সুর সঙ্গীত করেছিলেন সগীর আহমেদ এবং গেয়েছিলেন রথীন্দ্রনাথ রায়। বিবেশ রায় জানান, কাহিনীচিত্র ‘ধানের কাব্য’ শিগগিরই একটি নতুন ওটিটি প্লাটফরমে প্রকাশ করা হবে। কারণ এই কাহিনীচিত্রটি বিশেষত গেলো বন্যার পর অনেকেই দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা