১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

শোক দিবসে নিজ এলাকায় মমতাজ

শোক দিবসে নিজ এলাকায় মমতাজ -

বাউলশিল্পী মমতাজ বেগম আজ ১৫ আগস্ট শোক দিবসে নিজ এলাকায় মানিকগঞ্জে থাকবেন বলে নিশ্চিত করেছেন। মমতাজ বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করা হবে শোক দিবসে। আমার নির্বাচনী এলাকা হরিরামপুর উপজেলা ও সিঙ্গাইর উপজেলা এবং তিনটি ইউনিয়নে জাতির পিতাকে নিয়ে আলোচনায় সভায় অংশ নেব আমি। সকাল থেকে হরিরামপুর থেকে এসব অনুষ্ঠানের যাত্রা শুরু হবে, শেষ হবে সিঙ্গাইরে। সাধারণত এই শোকের মাসে আমি কোনো ধরনের সঙ্গীতবিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করি না। কারণ এ মাসটি জাতির পিতাকে হারানোর মাস। আগামী মাস থেকে যথারীতি সঙ্গীতবিষয়ক অনুষ্ঠানগুলোতে অংশ নেব।’ মমতাজ বেগম তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রথম তিনি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ সিনেমাতে গান গাওয়ার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এরপর তিনি ‘সত্তা’ ও ‘মায়া দ্য লস্ট মাদার’ সিনেমায় গান গাওয়ার জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। কিছু দিন আগে তিনি অস্ট্রেলিয়ায় দু’টি শো করেছেন। সেখানে প্রবাসী বাঙালিদের আহ্বানে সঙ্গীত পরিবেশন করে মুগ্ধ করেন তিনি। সম্প্রতি মমতাজ ‘দামপাড়া’ ও ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন। প্লে-ব্যাকে তার সর্বশেষ আলোচিত গান হচ্ছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’ সিনেমায় ‘রাত জাগা ফুল’ গানটি।


আরো সংবাদ



premium cement