সেরা কণ্ঠের লুইপা এখন প্লেব্যাকেও জনপ্রিয়
- বিনোদন প্রতিবেদক
- ০৮ আগস্ট ২০২২, ০০:০০
জিনিয়া জাফরিন লুইপা, দর্শক শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হওয়া এই প্রজন্মের আলোচিত সঙ্গীতশিল্পী। সঙ্গীতে সিদ্ধহস্ত হয়েই গানের ভুবনে নিজেকে প্রতিষ্ঠিত করতে এসে ছিলেন বগুড়ার এই মেয়ে। চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশ নিয়ে বাদও পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু রুনা লায়লার গাওয়া ‘দেবদাস’ সিনেমার ‘পায়েরই নূপুর আমার জাদু জানে’ গান দিয়ে তিনি একই প্রতিযোগিতায় ফিরে আসেন। যেন এটিই ছিল লুইপার ইউটার্ন। এরপর থেকে আজ অবধি সাফল্য, প্রাপ্তি, অর্জনের গল্প। সবচেয়ে বড় প্রাপ্তি দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী শ্রোতা দর্শকের কাছ থেকে অপরিসীম ভালোবাসা প্রাপ্তি। উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী, সুরকার রুনা লায়লার সুরে ‘এই দেখা শেষ দেখা’ গানটি গেয়েছেন তিনি। তার গানটি লিখেছেন আবার কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। বাংলাদেশের সিনেমার রাজকুমার সুপারস্টার শাকিব খানের সাথেও মঞ্চে গান গেয়েছেন তিনি। বেগম আখতারের ‘জোছনা করেছে আঁড়ি’ গানটি গাওয়ার মধ্য দিয়ে মূলত আলোচনায় আসেন লুইপা। পাশাপাশি গান বাংলায় প্রকাশিত তার কণ্ঠের নজরুল সঙ্গীত ‘আমার আপনার চেয়ে আপন যে জন’ গানটি দিয়েও শ্রোতাদের মনে জায়গা করে নেন। নিজের মৌলিক গান ‘জেন্টলম্যান’ও যেন তার চলার পথকে আরো মসৃণ করে দেয়। চলতি বছরের শুরুতে ‘টিএম রেকর্ডস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় কৌশিক হোসেইন তাপসের লেখা, সুর সঙ্গীতে ‘নাচ ময়ূরী নাচ’ গানটি। গানটি শ্রোতাদের মন ছুঁঁয়ে যায়। তবে এক বছর আগে ‘লুইপা অফিসিয়াল’ ইউটিউব চ্যানেলে তার গাওয়া (সহশিল্পী সাইমন) ‘রঙ্গিলা হাওয়া’ গানটিও দারুণ আলোচনায় আসে। গানটি লিখেছেন এ মিজান, সুর সঙ্গীত করেছেন শওকত আলী ইমন। গেলো জুলাইয়ে একই চ্যানেলে প্রকাশ পেলো লুইপার (সহশিল্পী পাপন) গাওয়া গান ‘হারিয়ে গেলাম’ গানটি। তবে সম্প্রতি বাংলা সিনেমায় দর্শকের হলে জোয়ার ফিরিয়ে নিয়ে আসা সিনেমা ‘পরাণ’-এ লুইপার প্রথম প্লেব্যাক অর্থাৎ ‘ধীরে ধীরে’ গানটিও শ্রোতাদের মন জয় করে নিচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা