কবি নজরুলের ‘বনের পাপিয়া’তে এবার মিলি
- বিনোদন প্রতিবেদক
- ০৮ আগস্ট ২০২২, ০০:০০
‘আজো কাঁদে কাননে কোয়েলিয়া, চম্পা কুঞ্জে আজি গুঞ্জে ভ্রমরা কুহরিছে পাপিয়া’। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জীবদ্দশায় বহু গান লিখেছেন। তার গানের কথায় মাধুর্য তুলে ধরতে বহু পাখির নাম উল্লেখ করেছেন। সেসব পাখির মধ্যে পাপিয়া নামটি বহু গানে ব্যবহারও করেছেন। এমনকি ‘বনের পাপিয়া’ (যা কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ শিউলি মালায় পরবর্তী সময়ে গল্প রচনায় অন্তর্ভুক্ত হয়েছে) নামে একটি ছোট গল্পও লিখেছিলেন। সেই গল্প থেকে বাংলাদেশে নানান সময়ে নাটক নির্মিত হয়েছে। আগামী ২৯ আগস্ট কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজনায় আগামী ১০ আগস্ট থেকে নির্মিত হতে যাচ্ছে বিশেষ নাটক ‘বনের পাপিয়া’। নাটকটির নাট্যরূপ দিয়েছেন গুণী অভিনেতা খায়রুল আলম সবুজ। এ নাটকের কেন্দ্রীয় চরিত্র রমলা। রমলা চরিত্রেই অভিনয় করবেন ফারহানা মিলি। মি. মিত্র ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট। এক বছর হলো রমলার সাথে তার বিয়ে হয়েছে। আর এক বছরে মি. মিত্র রমলাকে যতটা চিনেছে, তার চেয়ে অচেনা অংশই যেন বেশি। ভীষণ অভিমানী, একরোখা স্বভাবের মেয়ে রমলা। সে আপন মনে, আপন ভুবনে থাকতে ভালোবাসে। মি. মিত্র যেন স্ত্রীকে ভয় করেই চলেন। কেননা রমলা শ্বশুরবাড়িতে আসার সময় প্রচুর অর্থসম্পত্তি নিয়ে এসেছে। এমনকি চাকরিটাও রমলার বাবার দেয়া। রমলাকে তিনি তার আপন ভুবনে থাকতে বাধা দেন না। কিন্তু মাঝে মধ্যে বিরক্তিও যে লাগে না তা নয়, এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কিঞ্চিত মনোমালিন্য হয়। এ গিয়ে যায় গল্প।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা