২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সিনেপ্লেক্সে লুঙ্গি প্রসঙ্গ

সিনেপ্লেক্সে লুঙ্গি প্রসঙ্গ -

গত কয়েক দিন ধরে মূল ধারার গণমাধ্যমের সাথে সামাজিক মাধ্যমে বেশ চর্চিত বিষয় লুঙ্গি। এক ভদ্রলোক লুঙ্গি পরে সিনেমা দেখতে যাওয়ার পর লুঙ্গির কারণে তার কাছে টিকিট বিক্রি করা হয়নি। পরে সেই ব্যক্তি সিনেমা না দেখেই বের হয়ে যান। সম্প্রতি ছবিসহ এমন একটি ভিডিও ভাইরাল হলে স্টার সিনেপ্লেক্স নিয়ে সমালোচনা শুরু হয়। পরে অবশ্য বিষয়টি অনাকাক্সিক্ষত বলে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। লিখিত বিবৃতিতে তারা উল্লেখ করে, ‘স্টার সিনেপ্লেক্স পরিবারের পক্ষ থেকে আমরা জানাতে চাই, আমরা গ্রাহকদের সাথে কোনো কিছুর ওপর ভিত্তি করে বৈষম্য করি না। আমাদের সংস্থায় এমন কোনো নিয়ম বা নীতি নেই। যা একজন ব্যক্তিকে লুঙ্গি পরার কারণে টিকিট কেনার অধিকারকে অস্বীকার করবে। আমরা জানাতে চাই, আমাদের সিনেমা হলে সবাই নিজেদের পছন্দের সিনেমা দেখার জন্য সব সময় স্বাগত।’
এই সময় তারা আরো উল্লেøখ করে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনাটি সম্ভবত একটি দুর্ভাগ্যজনক ভুল বোঝাবুঝির ফলাফল। আমরা এই ঘটনাটি ঘটতে দেখে গভীরভাবে দুঃখিত ও আমাদের নজরে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা, স্টার সিনেপ্লেক্স পরিবার, আমাদের গ্রাহকদের সেরা সিনেম্যাটিক অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ও আমরা এই ভদ্রলোককে তার পরিবারের সাথে আমাদের সনি স্কয়ার শাখায় ‘পরান’ দেখার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই। এ ছাড়া আমরা এ ঘটনা তদন্ত করছি যেন ভবিষ্যতে এ ধরনের ভুল বোঝাবুঝি না হয়।’ পরে ফেসবুকে চলচ্চিত্রসংশ্লিষ্ট কিছু পেজ ও গ্রুপের মাধ্যমে জানা যায়, ঢাকার সনি সিনেমা হলে পরান সিনেমা দেখতে যান লুঙ্গি পরিহিত এক ব্যক্তি। লুঙ্গি পরা থাকায় তার কাছে টিকিট বিক্রি করেনি হল কর্তৃপক্ষ। এমন ঘটনার ভিডিও ফেসবুকে প্রকাশের পরই নজরে পড়ে পরান সিনেমার পরিচালক রায়হান রাফি, নায়ক শরীফুল রাজ, নায়িকা বিদ্যা সিনহা মিমসহ অনেকের।
গত রাত থেকেই তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লোকটিকে খুঁজতে থাকেন এক সাথে ছবি দেখার জন্য। আজ তার খোঁজ মেলে। তার নাম সামান আলী। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। ঢাকায় ছেলের মিরপুরের বাসায় বেড়াতে এসে সনি স্কয়ারে গিয়েছিলেন। তার ছেলে শফি আলম বলেন, ‘আমার বাবা লুঙ্গি পরে সিনেমা হলে যাওয়ায় তাকে টিকিট দেয়া হয়নি। আমরাও লুঙ্গি পরি, এমনটি কেন করা হবে? আমার বাবা আর সিনেমা দেখতে হলে যাবেন না। যদি পরান সিনেমার নায়ক-নায়িকা বাবাকে হলে নিয়ে সিনেমা দেখায়, তাহলে যাবেন।’ জানা গেছে, গত বৃহস্পতিবার স্টার সিনেপ্লেøক্স কর্তৃপক্ষ সামান আলী সরকারকে ছবি দেখার আমন্ত্রণ জানায়।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল