২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তারকামেলায় ‘ওহসোগোডটকম’ এর আনুষ্ঠানিক যাত্রা

-

সঙ্গীত তারকা তাহসান, হালের আলোচিত সুপার হিট সাদা-কালা গানের গায়ক আরফান মৃধা শিবলু, মডেল অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, নায়ক নিরব, ক্রিকেটার মাশরাফি আর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব বিস্তার করা জনপ্রিয় বিউটি ব্লøগার আশফি অনাদি, লিন্ডা, বারিসা হক, ইশয়া নওশীন সুরভী, বুসরা কবিরসহ মিডিয়া সংশ্লিষ্টদের উপস্থিতিতে এক তারার মেলায় পরিণত হয় ‘ওহসোগোডটকম’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী যাত্রা। শতভাগ অথেন্টিক ও দ্রুত পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা আর প্রতিশ্রুতি নিয়ে, এপ্রিল মাসে পরীক্ষামূলক ইন্টারন্যাশনাল বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার ব্র্যান্ডসের ই-কমার্স সাইট ‘ওহসোগোডটকম’ কার্যক্রম শুরু করে। এরপর থেকেই নিত্যনতুন প্রোডাক্ট সময়মতো কাস্টমারের কাছে পৌঁছে দিয়ে ইতোমধ্যেই আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। অথেন্টিসিটি, ক্যাশ অন ডেলিভারি, ঢাকায় বিনা চার্জে মাত্র এক দিনেই কাস্টমারের কাছে প্রডাক্ট পৌঁছে দেয়ার সক্ষমতা ই-কমার্স’-এর এই সাইটকে অনন্য করে তুলেছে ইতোমধ্যেই। সম্প্রতি রাজধানীর এক পাঁচতারকা হোটেলে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘ওহসোগোডটকম’-এর আনুষ্ঠানিক যাত্রায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় প্রতিষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠানের ‘ভেনচুরি পার্টনারস’ ব্যবস্থাপনা পরিচালক রিশিকাচান্দা বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বিউটি প্রডাক্টস সেক্টরে যে পরিমাণ চাহিদা তৈরি হয়েছে তার সাথে বাংলাদেশ সরকারের বিনিয়োগবান্ধব পরিবেশ এই ই-কমার্স প্রতিষ্ঠানের বিনিয়োগকে উদ্বুদ্ধ করেছে।
প্রতিষ্ঠানের সিইও জাহিদুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে বিউটি ও পারসোনাল প্রডাক্টের ব্যাপক বাজার তৈরি হলেও অনেক বেশি দাম দিয়েও অথেন্টিক ইন্টারন্যাশনাল প্রডাক্ট পায় না ভোক্তারা। ওহসোগোডটকম এমন একটি মার্কেটপ্লেøস যেখানে সঠিক দামে শতভাগ আসল প্রডাক্ট পাওয়া যায় এবং তা সবচেয়ে কম সময়ে।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল