বিজয়ের মাসে আসছে তাদের ‘ওরা সাতজন’
- বিনোদন প্রতিবেদক
- ০৬ আগস্ট ২০২২, ০০:০০
বহু দিন পর সিনেমা নিয়ে সারা দেশের মানুষের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি হয়েছে। বিশেষত গত ঈদে বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজহ ও ইয়াশ রোহান অভিনীত ‘পরান’ সিনেমাই মূলত দর্শককে দীর্ঘ দিন পর হলে ফেরাতে এক ধরনের জোয়ার সৃষ্টি করেছে। পরানের এই জোয়ার এখনো চলছে। শোয়ের আগে হলে হলে টিকিট মিলছে না। সিনেমা সংশ্লিøষ্টদের কাছে এটি একটি বিরাট আনন্দের সংবাদ। শুধু পরানের ক্ষেত্রেই নয়, পরান মুক্তির ১৮ দিন পর মুক্তিপ্রাপ্ত (২৯ জুলাই) চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ সিনেমাটির ক্ষেত্রেও টিকিট না পাওয়ার কথা শোনা গেছে। পরান আর হাওয়া বাংলা সিনেমার দৃশ্যপটই বদলে দিয়েছে। আর এ জন্য প্রথমত সাধুবাদ জানাতে হয় পরান টিমকে, পরবর্তীতে হাওয়া টিমকে। পরান নির্মাণ করেছেন রায়হান রাফি, হাওয়া নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। কিন্তু এখন আবার প্রশ্ন জেগেছে সবার মনে যে, পরান ও হাওয়ার এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতে যে সিনেমাগুলো মুক্তি পাবে সেসব সিনেমার প্রতি কি দর্শকের সে ধরনের আগ্রহ রয়েছে? যদি আগ্রহের সৃষ্টি না হয়ে থাকে তাহলে এখন থেকেই দর্শকের মধ্যে আগ্রহ সৃষ্টির জন্য প্রচারণার ক্ষেত্রে সেসব সিনেমারও এগিয়ে আসা উচিত। সে দিক দিয়ে মুক্তিযুদ্ধের গল্পভিত্তিক সিনেমা খিজির হায়াত খান পরিচালিত ‘ওরা সাতজন’ সিনেমাটি বিজয়ের মাসে মুক্তির লক্ষ্যে বলা যায়- এখন থেকেই প্রচারণায় রয়েছে। এরই মধ্যে সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে। পরিচালক জানান, আগামী নভেম্বরে সিনেমার ট্রেলার প্রকাশ পাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা