নাটকের গানেও নির্ভরতা বাড়ছে মৌমিতার
- বিনোদন প্রতিবেদক
- ০৬ আগস্ট ২০২২, ০০:০০
মৌমিতা বড়–য়া, এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী। আধুনিক গান, সিনেমার গান ও নাটকের গানে রয়েছে তার বেশ ব্যস্ততা। গত ঈদে দু’টি নাটকে তার গান প্রচারিত হয়েছে। সাজিন খানের ‘পগ গার্ল’ নাটকের টাইটেল সং ‘আজ আমার মন ভালো নেই’ ও মাবরুর রশীদ বান্নাহর ‘হাঁটতে চাই তোমার পাশে’ নাটকের ‘বারে বারে তোমাকে’ গান দু’টি গেয়েছেন মৌমিতা। এই দু’টি গানের জন্যই বেশ সাড়া পাচ্ছেন তিনি। মূলত এই সময়ে বাংলা নাটকে গান ব্যবহারও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর যারা নাটকে গান করেন তাদেরও গানের ভুবনে একটা সময় এসে ব্যস্ততা বেড়ে যায়। মৌমিতাও নাটকের গানে নিয়মিত। ভীষণ মিষ্টি কণ্ঠের গানের ভুবনে সবসময়ই চাহিদা রয়েছে। মৌমিতার কণ্ঠেরও তাই চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আজ আমার মন ভালো নেই গানটি লিখেছেন ও সুর করেছেন শাহরিয়ার রাফাত। অন্যদিকে বারে বারে তোমাকে গানটি লিখেছেন ও সুর করেছেন শোভন রায়। এদিকে এরই মধ্যে মৌমিতার আরো দু’টি নতুন মৌলিক গানও প্রকাশিত হয়েছে। গান দু’টি হচ্ছে ‘মনের বাহন তুই’ (গানের কথা লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন সুমন কল্যাণ), ও ‘রূপের কারিগর’ (গান লিখেছেন প্রসেনজিৎ ওঝা, সুর করেছেন শোভন রায়)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা