আমার সেই মনোবাসনা পূর্ণ হয়েছে : ববিতা
- সাকিবুল হাসান
- ০৪ আগস্ট ২০২২, ০০:০০
গত ৩০ জুলাই ছিল ববিতার জন্মদিন। দিনটি তার একমাত্র ছেলে অনিকের সাথে উদযাপনের জন্য তিনি তার আগেই কানাডায় চলে গেছেন। অনিক সেখানে চাকরি করছেন। কিন্তু মায়ের জন্মদিনে তার ছুটি ছিল বিধায় মাকে নিয়ে অনিক ঘুরে বেড়িয়েছেন ইচ্ছেমতো। জন্মদিনের পুরোটা সময়ই ছিলেন ববিতা বেশ প্রাণবন্ত। হোয়াটসঅ্যাপে কানাডা থেকে ববিতা তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এবার আসলে ইচ্ছেই ছিল ছেলের সাথে জন্মদিন উদযাপন করব। আল্লাহর অশেষ রহমতে আমার সেই মনোবাসনা পূর্ণ হয়েছে। জন্মদিনে পুরোটা সময়ই অনিককে পেয়েছি। অনিক আমাকে নিয়ে নানান জায়গায় ঘুরে বেরিয়েছে। মজার মজার খাবার খেয়েছি। আবার আমার খুব প্রিয় বিভিন্ন ধরনের ফুল-ফল গাছ রোপণ করা বা পরিচর্যা করা। অনিক আমাকে তা-ও কিনে দিয়েছে। সব মিলিয়ে আসলে অনেক দিন পর মনের মতো একটি জন্মদিন উদযাপন করেছি। অনিকও আমাকে পেয়ে ভীষণ খুশি। আমি সবসময়ই কানাডায় এলে অনিকের প্রিয় খাবার রান্না করে দেই। আবার যখন দেশে ফেরার সময় চলে আসে তখন সেসব খাবার রান্না করে বক্সে করে ফ্রিজে রেখে দেই। সেসব খাবারই অনিকের অনেক দিন চলে যায়।’ ববিতা জানান, কানাডায় আরো কিছু দিন থাকার পর আগামী সপ্তাহে তিনি আমেরিকা যাবেন ভাইয়ের কাছে। সেখান থেকে আবারো কানাডায় ফিরে কিছু দিন থেকে তারপর চলতি বছরের শেষপ্রান্তে তিনি দেশে ফিরবেন। এ দিকে আবারো সিনেমা দেখার জন্য দর্শক হলমুখী হয়েছেন এমন খবর শুনে ববিতা বেশ খুশি হয়েছেন। ‘পরান’ সিনেমার ব্যাপক সাফল্যের জন্য তিনি মিমসহ এ সিনেমায় আরো যারা আছেন তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। সেই সাথে এমন সিনেমা যেন আরো নির্মিত হয়, হলে হলে দর্শকের এই উপচেপড়া ভিড় যেন অব্যাহত থাকে এমন আশাবাদই ব্যক্ত করেছেন তিনি। ববিতা সর্বশেষ নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর তিনি আর কোনো সিনেমায় অভিনয় করেননি। সত্যজিৎ রায়ের ‘অশনি সঙ্কেত’ সিনেমায় অভিনয় করে ববিতা আন্তর্জাতিক অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পান। ১৯৭৩ সালে ‘বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভাল’-এ এবং ১৯৭৪ সালে ‘শিকাগো ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভাল’-এ ‘বেস্ট ফিল্ম’ হিসেবে স্বীকৃতি পায়। নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ সিনেমাতে অভিনয় করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এরপর পর পর আরো দু’বার মোহসীনের ‘বাদী থেকে বেগম’ ও আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমার জন্য একই সম্মাননায় ভূষিত হয়ে হ্যাটট্রিক করেন।
ছবি : ববিতার সৌজন্যে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা