২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নাটকের ঈশিতা ফিরছেন গানে

নাটকের ঈশিতা ফিরছেন গানে -

বেশ কয়েক বছরে কয়েকটি বিশেষ বিশেষ নাটক, টেলিফিল্মে দেখা গেছে নন্দিত তারকাভিনেত্রী রুমানা রশীদ ঈশিতাকে। ২০১৯ সালে সর্বশেষ ঈশিতাকে গানে দেখা গিয়েছিল। সে বছর তার ‘আমার অভিমান’ শিরোনামে একটি গান প্রকাশিত হয়। গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন লুৎফর হাসান। গানটি এখন পর্যন্ত ইউটিউবে ১৫ লক্ষাধিক ভিউয়ার্স উপভোগ করেছেন। এই গানটির পর ঈশিতাকে আর নতুন কোনো গানে পাওয়া যায়নি। তবে তার সাথে কথা হলে তিনি জানান, আপাতত পারিবারিক কাজ নিয়েই তার ব্যস্ততা। তবে কিছু দিন আগে নতুন একটি একক গান চূড়ান্ত করেছেন। ঈশিতা বলেন, ‘গানের কথা ও সুর আমার কাছে ভালো লেগেছে। তবে আপাতত গানের আর বিস্তারিত তেমন কিছুই জানাতে চাচ্ছি না। আমি চাই আগে কাজটি ভালোভাবে শেষ হোক। ভয়েজ দেয়ার পর গানটি নিয়ে মনের মতো একটি মিউজিক ভিডিও নির্মাণ করব। এরপর গানটি প্রকাশ করব।’ ঈশিতা জানান, এবার আর কোনো প্রযোজনা সংস্থার ব্যানারে নয়, তিনি নিজের চ্যানেল থেকেই তার নতুন একক গানটি প্রকাশ করতে চাচ্ছেন। ঈশিতা সর্বশেষ আশফাক নিপুণের ‘ইতি মা’ এবং মিজানুর রহমান আরিয়ানের ‘নট আউট’ নাটকে অভিনয় করেছিলেন। এরপর তাকে আর নতুন কোনো নাটকে দেখা যায়নি। বহু বছর আগে ঈশিতা আবদুল্লøাহ আল মামুনের পরিচালনায় ‘বিহঙ্গ’ নামে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। একজন নির্মাতা হিসেবেও ঈশিতা বেশ ক’টি নাটক নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। তবে দীর্ঘ দিন ধরেই তিনি নাটক নির্মাণে নেই।
আগামীতে ঠিক কবে নাগাদ নাটক নির্দেশনায় ফিরবেন সে ব্যাপারেও কোনো নিশ্চয়তা দেননি ঈশিতা। তবে অভিনয়ে দেখা যাবে এটি জানিয়েছেন তিনি। সেই সাথে ভালোলাগার মতো নতুন নতুন কিছু গানেও দেখা যাবে।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল