কার্ণিশেও মুগ্ধতা ছড়াচ্ছেন মিম
- সাকিবুল হাসান
- ০২ আগস্ট ২০২২, ০০:০০
ঈদে মুক্তি পেয়ে এখনো দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরান’ সিনেমাটি। এতে অনন্যা চরিত্রে অনবদ্য অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শককে। এখনো সিনেমা হলে নারী-পুরুষ দর্শকের উপচেপড়া ভিড়। প্রতিনিয়তই পরান দেখার জন্য হলে হলে ভিড় করছেন দর্শক। বিশেষত গল্পে মূলত কী আছে তা দেখার জন্যই পরানের প্রতি দর্শকের আগ্রহের সৃষ্টি হয়েছে। পরান সিনেমা মূলত অনন্যা ও তার প্রেমিক রোমান, প্রেমিক ও পরবর্তীতে স্বামী সিফাতকে ঘিরে গল্প। পরানের গল্প লিখেছেন শাহজাহান সৌরভ। এটি নির্মাণ করেছেন রায়হান রাফি। ঈদ থেকে এখন পর্যন্ত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় পরান। শুধু গল্পই নয়, এই সিনেমার গানও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষত অয়ন ও আনিসার গাওয়া ‘চলো নিরালায়’ গানটি। তবে এর পাশাপাশি ইমন ও লুইপার গাওয়া ‘ধীরে ধীরে’ গানটিও যথেষ্ট শ্রুতিমধুর সুন্দর সুরের একটি গান। এ গানটিও শ্রোতাদের মনে মুগ্ধতা ছড়াচ্ছে। পরানের অনন্যারূপে এরই মধ্যে মুগ্ধতা ছড়িয়েছেন মিম। তবে এর পাশাপাশি চ্যানেল আইয়ের প্রযোজনায় ঈদে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছিল মিম ও রোশান অভিনীত মুভি ‘কার্ণিশ’। এরই মধ্যে মুভিটি চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত আছে। এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি ভিউয়ার্স মুভিটি উপভোগ করেছেন। এই মুভিতেও মিম একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। এতে অভিনয়ের জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছেন মিম। মুভিটির গল্প রচনা ও নির্মাণ করেছেন ভিকি জাহেদ। কার্ণিশে অভিনয় ও এর সাড়া প্রসঙ্গে মিম বলেন, ‘সত্যি বলতে কী, প্রতিনিয়ত পরানের জন্য এত বেশি সাড়া পাচ্ছি সামাজিক যোগাযোগমাধ্যমে ও মুঠোফোনে যে, ঈদে প্রচারিত অন্যান্য প্রচারিত কাজের দিকে মনোযোগই দেয়া হচ্ছিল না। পরান এখন পর্যন্ত আমি নিজে তিনবার হলে গিয়ে দেখেছি। আমার অভিনয়কে ঘিরে দর্শকের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি তা সত্যিই আবেগাপ্লুত করেছে, দর্শকের এই ভালোবাসা আমাকে কাঁদিয়েছেও। অনন্যা চরিত্রে অভিনয়ের জন্য দর্শকের বকাও খেয়েছি। একজন অভিনেত্রী হিসেবে এখানেই হয়তো আমার শ্রম, মেধার সার্থকতা। পরান হয়তো দর্শকের মধ্যে আমাকে বহুকাল বাঁচিয়ে রাখবে। আমি পরানের পুরো টিমের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশেষত পরিচালক ও আমার দুই নায়ক শরীফুল রাজ এবং ইয়াশ রোহান। পরানের পাশাপাশি কার্ণিশের জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছি। ভিকি জাহেদ বেশ যতœ নিয়ে মুভিটি নির্মাণ করেছেন। এখন আসলে ভালো গল্পের বিকল্প নেই। তাই আরো ভালো ভালো গল্পের সিনেমাতে অভিনয়ের অপেক্ষায় আমি।’ উল্লেখ্য, গত শনিবার মিম তার শাশুড়িসহ শ^শুরবাড়ির আরো অনেককেই সাথে নিয়ে যমুনা বক্লকবাস্টারে পরান উপভোগ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা