প্লেব্যাকই বদলে দিচ্ছে আনিসার সঙ্গীত জীবন
- বিনোদন প্রতিবেদক
- ০২ আগস্ট ২০২২, ০০:০০
সিনেমার গান অর্থাৎ প্লেব্যাকে শ্রোতা-দর্শকের পাশাপাশি প্রযোজক, পরিচালকের কাছে একজন নির্ভরযোগ্য শিল্পী হয়ে উঠতে পারাটা একজন শিল্পীর জন্য অনেক বড় প্রাপ্তি। এই প্রজন্মের মিষ্টি কণ্ঠের গায়িকা আতিয়া আনিসার সঙ্গীত জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছে যেন সিনেমার গানই। বলা যায় এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে তিনি গান গেয়েছেন সবগুলো গানই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। বিশেষত সর্বশেষ পরান সিনেমায় জনি হকের লেখা ও নাভেদ পারভেজের সুর সঙ্গীতে ‘চলো নিরালায়’ গানটি গেয়ে আতিয়া আনিসা (সহশিল্পী অয়ন) বেশ আলোচনায় এসেছেন। পরান সিনেমাটি যেমন প্রতিনিয়ত দর্শক দেখছেন, গানটিও শুনছেন মুগ্ধ হয়ে। কৌতূহলী হয়ে অনেকেই জানতে চাইছেন শিল্পী কে। ইউটিউবে সার্চ দিয়ে সবাই জেনে নিচ্ছেন আনিসার নাম। আর এভাবেই একজন শিল্পীর প্রতি শ্রোতা-দর্শকের আগ্রহ জন্মায়। শিল্পীরও তখন দায়িত্ব বেড়ে যায় সিনেমাতে আরো ভালো ভালো গান করার। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমায় আতিয়া আনিসা প্রথম প্লেব্যাক করেন। গানের শিরোনাম ‘চুপকথা’। গানটি লিখেছেন জনিক হক, সুর সঙ্গীত করেছেন ইমরান মাহমুদুল। তিনি সহশিল্পীও ছিলেন। অন্য দিকে ‘চলো নিরালায়’ গানটি ৩৬ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। বলা যায় প্লেব্যাকে আনিসার ভাগ্যটা বেশ সুপ্রসন্ন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা