‘প্রতীক্ষা’য় তানিয়া-নাদিয়া
- সাকিবুল হাসান
- ০১ আগস্ট ২০২২, ০০:০০
বাংলাদেশের টিভি নাটকের বরেণ্য অভিনেত্রী ও নন্দিত মডেল তানিয়া আহমেদ ও জনপ্রিয় মডেল, অভিনেত্রী নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ দীর্ঘ দিন পর একসাথে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘প্রতীক্ষা’। নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার এবং প্রযোজনা করেছে বাংলাদেশ টেলিভিশন। এরই মধ্যে রাজধানীর উত্তরা ও বিটিভিসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। ৯ পর্বের এ নাটকটি আগামী দুই মাস পর বিটিভিতে প্রচারে আসবে বলে জানালেন নাদিয়া। অভিনেত্রী তানিয়া আহমেদের ব্যক্তিজীবনে অনেক ঝড় বয়ে গেছে এরই মধ্যে। তিনি সেই ঝড় সামলে উঠে তার পেশাগত কাজ নিয়মিত করে যাচ্ছেন। শিল্পীদের জীবনে ঝড় আসে, কিন্তু সেই ঝড় সামলে নিয়ে জীবনের প্রয়োজনে শিল্পীকে আবারো ক্যামেরার সামনে দাঁড়াতে হয়। কারণ শিল্পীকে যে শিল্পই বাঁচিয়ে রাখে। তাই ব্যক্তিজীবনকে পাশে রেখে তানিয়া আহমেদ অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। আর এখানেই একজন সত্যিকারের শিল্পী হিসেবেই প্রমাণ দিচ্ছেন তিনি। ‘প্রতীক্ষা’ নাটকে তানিয়া আহমেদ অভিনয় করছেন শাহানা চরিত্রে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া আহমেদ বলেন, ‘এই নাটকের গল্পের মধ্য দিয়ে সরকারের সাফল্য যেমন বাল্যবিয়ে রোধ, শিশুদের জন্য বিনা বেতনে পড়াশোনা, শিশুশ্রম রোধসহ আরো বিভিন্ন টেকনিক্যাল উন্নয়নের গল্প উঠে আসবে। নাট্যকার চমৎকারভাবে সরকারের উন্নয়নের পাশাপাশি সামাজিক অবক্ষয় এবং কিভাবে তা রোধ করা যায় এসব বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন। আর একজন শিল্পী হিসেবে আমি দায়বদ্ধতার জায়গা থেকেই এই নাটকে অভিনয় করেছি। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে।’ নাদিয়া আহমেদ দীর্ঘ দিন আমেরিকায় ছিলেন। তিনি দেশে ফিরেছেন গেল ২৩ জুলাই। দেশে ফিরেই তিনি একটি ধারাবাহিকের শুটিংয়ে অংশ নিয়েছেন। আর এর পরপরই তিনি গেল ৩০ জুলাই ‘প্রতীক্ষা’ ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নিয়েছেন। এই ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে নাদিয়া আহমেদ বলেন, ‘তানিয়া আপার সঙ্গে সর্বশেষ কবে কাজ করেছি ঠিক মনে পড়ছে না। যে কারণে দীর্ঘ দিনের বিরতির পর একই নাটকে তার সাথে কাজ করতে ভীষণ ভালো লেগেছে। এ নাটকে আমি অদিতি চরিত্রে অভিনয় করছি। যে কিনা স্বাধীনচেতা, বুদ্ধিমান ও স্বাবলম্বী একজন মেয়ে। সমাজ সচেতনতামূলক গল্পের নাটক এটি। যে কারণে আসলে কাজটি করতে ভালো লেগেছে। আর এ নাটকে প্রথম আমি পাইলটের পোশাক পরে অভিনয় করেছি। নিজের কাছে বেশ ভালো লেগেছে। আমি মনে করি এ নাটকটি বাংলাদেশের প্রতিটি পরিবারের দেখা উচিত- নিজেদের পরিবারের দিকে সচেতন দৃষ্টি রাখার জন্য। বিটিভির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল এত চমৎকার গল্পের একটি নাটক প্রযোজনা করায়।’ তানিয়া আহমেদ জানান, তিনি ‘পাল্টা হাওয়া’ নামের আরো একটি ধারাবাহিকে অভিনয় করছেন। এ দিকে নাদিয়া আহমেদ আগামীকাল মানিকগঞ্জে কায়সার আহমেদের ‘বকুলপুর রিটার্নস’ নাটকের শুটিংয়ে অংশ নেবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা