সেন্সরে যাচ্ছে অরুণার ‘অসম্ভব’
- বিনোদন প্রতিবেদক
- ০১ আগস্ট ২০২২, ০০:০০
অরুণা বিশ্বাস বাংলাদেশের একজন গুণী অভিনেত্রী। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের একটি আদর্শ পরিবারের মেয়ে তিনি। যে কারণে আজীবন সততার সাথেই লড়াই করে গেছেন দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে। এখনো তাই করে যাচ্ছেন। অনেকেই অরুণা বিশ্বাসকে স্পষ্টবাদী হিসেবেই জানেন। অরুণা বিশ্বাস নিজেও তা অবগত আছেন বলে সেই অবস্থান থেকেও কখনো সরে আসতে চান না। তাই আমৃত্যু এমন স্পষ্টবাদীই থেকে যেতে চান। অরুণা বিশ্বাস চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য, আবার সরকারি অনুদান কমিটিরও সদস্য। একসময় দুঃখ ছিল তার, অভিনয় করে জাতীয় চলচ্চিত্রের স্বীকৃতি না পাওয়া। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে তা নিয়ে আর একদমই ভাবেন না। তিনি মনে করেন তিনি শিল্পী, অভিনয় করে যাওয়াই তার কাজ। আর দর্শকের ভালোবাসা, সম্মানই তার বড় স্বীকৃতি। তার বাবা অমলেন্দু বিশ^াস, মা জ্যোৎস্না বিশ্বাস একুশে পদকপ্রাপ্ত শিল্পী। যেন এটিই তার জীবনের সবচেয়ে বড়প্রাপ্তি। বাংলাদেশে শিল্পীদের পরিবারের এমন দৃষ্টান্ত খুব কমই আছে যে বাবা মা দু’জনই একুশে পদকে ভূষিত। কিন্তু অরুণার আছে সেই পরিবার। এটি সত্যিকার অর্থেই একজন সন্তানের জন্য অনেক বড় বিষয়। এ দিকে অরুণা বিশ্বাস চলচ্চিত্রের সেন্সর বোর্ডের একজন সদস্য, আবার সরকারি অনুদান কমিটিরও একজন সদস্য। সরকারি অনুদানেই তিনি নির্মাণ করেছেন প্রথমবারের মতো একটি চলচ্চিত্র। সিনেমার নাম ‘অসম্ভব’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, জ্যোৎস্না বিশ্বাস, খলিলুর রহমান কাদেরী, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, স্বাগতা, সোহানা সাবা, নূরসহ আরো অনেকেই। এরই মধ্যে সিনেমার প্রায় সব কাজ শেষ। আগামী সেপ্টেম্বরে সেন্সরের জন্য জমা দেবেন। তবে যেহেতু তিনি নিজেই সেন্সর বোর্ডের একজন সদস্য, তাই তিনি নিজেও তার নিজের সিনেমার সেন্সরের সময় উপস্থিত থাকবেন কিনা তা নিশ্চিত নন এখনো।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা