অভিমান ভুলে আসিফকে ন্যানসির ফোন
- বিনোদন প্রতিবেদক
- ০১ আগস্ট ২০২২, ০০:০০
একটি ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরেই বাংলাদেশের নন্দিত দুই সঙ্গীতশিল্পী গানের যুবরাজ আসিফ আকবর ও নাজমুন মুনিরা ন্যানসির মধ্যে অভিমান ছিল। যে অভিমানের কারণে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সেই দূরত্ব একটি ফোনকলে দূরে সরে গিয়ে আবারো এক হলেন আসিফ আকবর ও ন্যানসি। গতকাল সকালে আসিফ আকবর তার ফেসবুক পোস্টে ন্যানসিকে নিয়ে একটি পোস্ট দেন। যেখানে তিনি ন্যানসির কাছ থেকে চার বছর পর ফোন আসাটাকে মূল বিষয় হিসেবে তুলে ধরে লিখেন, ‘একটা ফোনের অপেক্ষায় ছিলাম চারটি বছর। অবশেষে এলো সেই কাক্সিক্ষত ফোন। হ্যালো বলতেই শুনলাম অনেক পছন্দের আদুরে কণ্ঠটি। ভাইয়া আমি ন্যানসি বলছি, খুব ভালো লাগল ওর ফোনটা পেয়ে। দুনিয়ার সব অভিযোগ অভিমান আমার বিরুদ্ধে, শুনে আরো ভালো লাগছিল। ন্যানসি তো আমার ছোট, আমি তো বড়, তাহলে আমার মিনিমাম ভুলের ম্যাক্সিমাম শাস্তি হওয়া উচিত। নাজমুন মুনিরা ন্যানসির কণ্ঠ আমাদের সম্পদ।
আমাকে বলল ভাইয়া আমি রাগ কমিয়ে ফেলেছি, আপনিও রাগ কমিয়ে ফেলেন। সাথে সাথেই রাজি হয়ে গেলাম।
অনেক দিন পর স্নেহের ন্যানসির সাথে গল্পগানের আড্ডায় নিজেকে হালকা করে ফেলেছি। ভালো থাকো ন্যানসি, আনন্দে বাঁচো। গান গেয়ে যাও, তোমার কণ্ঠ এ দেশের মানুষের একটা আনন্দময় ভালো লাগা, আমিও সেই দলের বাইরে নই। ভালোবাসা অবিরাম।’
আসিফ আকবর গতকাল সকালে কথা বলা প্রসঙ্গে জানান, তার ও ন্যানসির বর্ণাঢ্য সঙ্গীত জীবনের শুধু একটি অ্যালবামেই গান গেয়েছেন। অ্যালবামটির নাম ‘ঝগড়ার গান’। অ্যালবামে মোট ১০টি গান ছিল। গানগুলো লিখেছিলেন বাকীউল আলম, কবির বকুল, রাজীব আহমেদ, প্রদীপ সাহা ও রবিউল ইসলাম জীবন। অ্যালবামের সব গানের সুর সঙ্গীত করেছিলেন মনোয়ার হোসেন টুটুল। এরপর তাদের দু’জনকে আর কোনো নতুন আধুনিক গান বা সিনেমার গানে পাওয়া যায়নি। বিষয়টি বিস্ময়কর হলেও সত্যি। আসিফ আকবর ও ন্যানসি প্লে-ব্যাকেও এক অনন্য জুটি হতে পারত। কিন্তু সময় পেরিয়ে গেছে। তার পরও শ্রোতা দর্শক স্বপ্ন দেখছেন হয়তো বা তাদেরকে আগামীতে নতুন কোনো আধুনিক গানে , সিনেমার গানেও দেখা যেতে পারে। শ্রোতা দর্শকের স্বপ্ন বা প্রত্যাশা পূরণ হোক, আসিফ ভক্ত, ন্যানসি ভক্তদের মন নতুন গানে আনন্দে ভরে ওঠার প্রত্যাশায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা