২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আমার প্রতি বিশ্বাস থাকলে দর্শকদের হলে আসা উচিত : চঞ্চল

-চঞ্চল -

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত কোনো সিনেমা মুক্তি পাওয়া মানেই দর্শকদের অন্যরকম উন্মাদনা। মেজবাউর রহমান সুমন পরিচালিত চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ সিনেমাটি মুক্তির আগেই দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছিল। সিনেমাটি দেখার জন্য দর্শকের অগ্রিম টিকিট কেনার লাইন দেখেই তা অনুমান করা গেছে। শুক্রবার সারা দেশের ২৪টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘হাওয়া’।
চলচ্চিত্রটি হলে গিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ‘হাওয়া’ গল্পের প্রধান চরিত্রের অভিনেতা চঞ্চল চৌধুরী। কী কারণে ‘হাওয়া’ সিনেমাটি দেখতে হলে যাওয়া উচিত সে প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘সত্যি বলতে কি হাওয়া মুক্তির আগেই হাওয়ার পোস্টার, ট্রেইলার ও গান- এসব মিলিয়ে যতটুকুই প্রকাশিত হয়েছে তা দিয়েই দর্শকের মধ্যে বেশ আকাক্সক্ষার সৃষ্টি হয়েছে যে- বাকিটা কী হয়।
এই সিনেমার একটি গান ‘তুমি বন্ধু কালা পাখি’ দেশব্যাপী সাড়া ফেলেছে। এই গানের টানেও হয়তো দর্শক ছুটে আসবে- সিনেমাটি পুরোটাই উপভোগ করার জন্য। আর সত্যি বলতে কী সিনেমা ও সিনেমা হল বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু দর্শকদেরই। এখন যে অবস্থা দর্শকেরই হলে গিয়ে সিনেমা দেখে দেখে সিনেমা শিল্প এবং সিনেমা হলকে বাঁচাতে হবে। এর বিকল্প নেই। ইউটিউব বা কোনো প্ল্যাটফর্মে মুক্তির আশায় বসে থাকলে আসলে হবে না। আরেকটি কথা বলতে চাই, আমার যারা ভক্ত দর্শক তাদের যদি আমার অভিনয়ের প্রতি আত্মবিশ্বাস থাকে এবং সর্বোপরি মেজবাউর রহমান সুমন তার মেধা দিয়ে তার প্রথম সিনেমা কতটা যত্ন দিয়ে, শ্রম দিয়ে নির্মাণ করেছেন তা দেখার জন্য দর্শকের হলে আসা উচিত। আমার বিশ্বাস, আন্তর্জাতিক মানের এই সিনেমা দেখে দর্শক মুগ্ধ হবেন। দর্শক হলে ফিরলেই আমরা আমাদের সিনেমার পুরনো ঐতিহ্য নিশ্চয়ই ফিরে পাবো। ভালো সিনেমা মুক্তি পেলে দর্শক যে হলে হলে আসেন তা গত ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোই প্রমাণ বহন করে।’ এ দিকে ‘হাওয়া’ সিনেমা মুক্তির আগেই দর্শক টানা কয়েক দিনের টিকিট ক্রয় করে নিয়েছেন। আবার চঞ্চল চৌধুরী জানান, তারা নিজেরাও যে প্রথম দিনের প্রথম শো উপভোগ করবেন এই নিয়েও এক ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে টিকিট না পাওয়ার কারণে। তবে চঞ্চল চৌধুরী জানান, টিকিট পাওয়া যাক কিংবা না যাক প্রথম দিনের প্রথম শোতে তিনি স্টার সিনেপ্লেক্সে থাকবেন।


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল