দুই সিনেমায় অনন্যা আচার্য্য
- বিনোদন প্রতিবেদক
- ৩০ জুলাই ২০২২, ০০:০০
সিনেমায় প্লেব্যাক করার স্বপ্ন থাকে প্রায় সব সঙ্গীতশিল্পীরই। কারো কারো সেই স্বপ্ন পূরণ হয় খুব তাড়াতাড়ি, আবার কারো কারো ক্ষেত্রে অনেক দেরি হয়ে যায়। আবার কারো কারো ক্ষেত্রে সিনেমায় প্লেব্যাক করা হয়েই উঠে না। এই ক্ষেত্রে ক্ষুদে গানরাজ-২০০৯-এর শীর্ষ দশে থাকা অন্যতম সঙ্গীতশিল্পী অনন্যা আচার্য্যর স্বপ্ন পূরণ হয়েছে অরুন চৌধুরীর ‘মায়াবতী’ সিনেমায় গান প্লেব্যাক করার মধ্য দিয়ে। একই সিনেমায় পাঁচটি গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে অনন্যা আরো দু’টি সিনেমায় তিনটি গান গেয়েছেন। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ সিনেমায় অনন্যা একটি লালন সঙ্গীত এবং আমিনুল ইসলাম বাচ্চুর পরিচালনায়, তারই কথা ও সুরে ‘ঝইরা ঝইরা পড়ে’ (সহশিল্পী নির্ঝর চৌধুরী) এবং ‘পরান বন্ধু’ (সহশিল্পী শাহরিয়ার রাফাত) -এই তিনটি গান গেয়েছেন। দু’টি সিনেমাই রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে অনন্যার নতুন মৌলিক গান ‘মন তো মনেই ছিল’। গানটি লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন শোয়েব শিবলী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা