রূপা চক্রবর্তীর ‘কবিতার ধ্বনি স্রোতস্বিনী’
- বিনোদন প্রতিবেদক
- ৩০ জুলাই ২০২২, ০০:০০
বাংলাদেশের বরেণ্য আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তীর আহ্বানে গতকাল শুক্রবার বিকেল ৫টায় বাংলা একাডেমির ‘আবদুল করিম সাহিত্য বিষারদ’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ‘স্বনন’-এর আয়োজনে কবি শ্যামসুন্দর সিকদারের ‘কবিতার ধ্বনি স্রোতস্বিনী’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার। অনুষ্ঠান প্রসঙ্গে অনুষ্ঠানের আহ্বায়ক রূপা চক্রবর্তী বলেন,‘ স্বননের আয়োজনে আমরা এক ব্যতিক্রমধর্মী আবৃত্তি সন্ধ্যার আয়োজন করার চেষ্টা করেছি। করোনাকালের আগে স্বনন একক কবির কবিতা নিয়ে অনুষ্ঠান করেছে। করোনাকালের পর আবারো স্বনন একক কবির কবিতা নিয়ে অনুষ্ঠান হয় গত শুক্রবার। এবারের মনোযোগ বেশি ছিল স্বল্প পঠিত কবি শ্যামসুন্দর শিকদারের দিকে। কবি শ্যামসুন্দরের কবিতা আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়েছে। কবির বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে আবৃত্তি করেছেন দেশের বরেণ্য আবৃত্তিশিল্পীবৃন্দ। অনুষ্ঠানে আটটি বিভাগের আবৃত্তিশিল্পীদের পরিবেশনা দর্শকদের আলাদাভাবে আনন্দ দিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা