২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকে ভূষিত হাদী-ফেরদৌসী

-

গত ২৭ জুলাই পঞ্চমবারের মতো ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ আয়োজিত ঢাকা বিশ^বিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত হলো ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২২। অনুষ্ঠানে ২০২০ সালের জন্য ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’-এ ভূষিত হন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান ও ২০২১ সালের জন্য পুরস্কৃত হন আরেক কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ^বিদ্যালয়ের ভিসি ড. মো: আখতারুজ্জামান শিল্পীদের হাতে স্বর্ণপদক ও এক লাখ টাকার চেক তুলে দেন। ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক প্রাপ্তি প্রসঙ্গে সৈয়দ আবদুল হাদী বলেন, ‘জীবনে এই পর্যায়ে এসে, এ অধ্যায়ে এসে আনন্দের উৎসগুলো খুব সঙ্কুচিত হয়ে আসে। আজকের এ মুহূর্তটি অনেক আনন্দের বার্তা নিয়ে এলো। পদক নিয়েছি এটি অবশ্যই অনেক আনন্দের। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে- এই পদকটি গ্রহণের মধ্য দিয়ে ফিরোজা বেগমের মতো একজন গুণী শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারছি। ফিরোজা আপার সাথে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্য নির্মিত একটি প্রামাণ্যচিত্রে এই গানটি গাওয়ার সুযোগ হয়েছিল। সেই স্মৃতি আমার চোখে এখনো উজ্জ্বল। ফিরোজা আপা আমাকে খুব স্নেহ করতেন। আমি ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়াশোনাকালীনই একজন পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আজকের এই অনুষ্ঠান ও আমি ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র- সব কিছু মিলিয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রতি আমার যে ভালোবাসা, শ্রদ্ধা এবং যে কৃতজ্ঞতা এ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তা জানানোর সুযোগ পেলাম। আমি ও ফেরদৌসী রহমান- আমরা দুই সতীর্থ (একই বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী) এক সাথে এই পদক প্রাপ্তিতে ভীষণভাবে গর্বিত।’ ফেরদৌসী রহমান বলেন, ‘ফিরোজা আপা প্রসঙ্গে কথা বলার সুযোগ খুব বেশি একটা হয় না। ফিরোজা আপার সাথে আমার একটি অন্যরকম সম্পর্ক ছিল, বিশেষ সম্পর্ক ছিল। সেটি বোন, বন্ধুত্ব- বলা যেতে পারে একটু দুষ্টুমির সম্পর্কও ছিল। তিনি আমাকে খুব স্নেহ করতেন তা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে উপলব্ধি করতে পেরেছি। নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডেও ছিলাম একসাথে। সেখানে গিয়েও তার সাথে আমরা আলাদা সময় করে আড্ডা দিতাম। ফিরোজা আপা বুঝিয়ে দিয়ে গেলেন সাধনার ফল যে কী হতে পারে। সারা বাংলাদেশই নয়, সারা ভারতও তাকে নজরুল সঙ্গীতের শিল্পী হিসেবে পরম শ্রদ্ধা করেন। ফিরোজা আপা যেখান থেকে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করতেন। এমন মহান শিল্পীর শ্রদ্ধায় আয়োজিত অনুষ্ঠানে তারই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বর্ণপদক প্রাপ্তিতে সত্যিই আজ আমি ভীষণ গর্বিত। অনুষ্ঠানের আয়োজকদের প্রতি অনেক শুভ কামনা।’ উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতেই ঢাকা বিশ^বিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা দু’টি গান পরিবেশন করেন এবং নৃত্য বিভাগের শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে স্বর্ণপদকপ্রাপ্ত দু’জন শিক্ষার্থী হচ্ছেন ফরাহ দিবা খান লাবণ্য (২০১৯) ও জুবিন বিশ^াস (২০২০)। তারা মূলত সঙ্গীত বিষয়ে সর্বোচ্চ সিজিপিএ-প্রাপ্ত হিসেবে এই পদকে ভূষিত হয়েছেন।
ছবি : আলিফ রিফাত

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল