২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আপনজনে নিজেকে ভাঙার চেষ্টা করেছি : অপূর্ব

আপনজনে নিজেকে ভাঙার চেষ্টা করেছি : অপূর্ব -

গত ঈদে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে। তার মধ্যে যে দু’টি নাটক দেখার প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে সে দু’টি নাটক হচ্ছে- মুরসালিন শুভ রচিত ও পরিচালিত ‘আপনজন’ ও মাসরিকুল আলমের গল্পে, এস আর মজুমদারের পরিচালনায় ‘নায়ক’। ‘আপনজন’ নাটকে অপূর্বকে দেখা যায় একজন বিদেশফেরত যুবকের চরিত্রে। যে কি না বিদেশ থেকে ফিরে এসে তার প্রেমিকাকে বিয়ে করতে চায় নিজের সব সম্পত্তি বুঝে নিয়ে। কিন্তু পরিবার থেকে সে প্রতারণার মুখোমুখি হয়ে নিঃস্ব হয়ে যায়। আর ‘নায়ক’ নাটকে একজন ডাক্তার চরিত্রে দেখা যায় অপূর্বকে। একজন ডাক্তারের ভূমিকায় এ নাটকে তিনি অসাধারণ অভিনয় করেছেন। দু’টি নাটকই দেখার প্রতি দর্শকের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। কারণ এ দু’টি নাটকের মধ্যেই ম্যাসেজ রয়েছে। তাই সেই ম্যাসেজ জানার জন্যই দর্শক নাটক দু’টি দেখছে। অপূর্ব বলেন, ‘আপনজন নাটকে আমি আমার নিজেকে ভাঙার চেষ্টা করেছি। যতটা স্বাভাবিকভাবে চরিত্রটি ফুটিয়ে তোলা যায়- আমার সেই চেষ্টাই ছিল। তা ছাড়া এ ধরনের চরিত্রে আমাকে সাধারণত দেখা যায় না। অনেকটা চ্যালেঞ্জ নিয়েই চরিত্রটিতে অভিনয় করা। যে কারণে চরিত্রটি দর্শকের ভালো লাগছে। তা ছাড়া নাটকটির গল্প আমাদের জীবনেরই গল্প। যে কারণে দর্শকের হৃদয় ছুঁয়ে যাচ্ছে গল্পটি। আর নায়কে আমাকে একজন ডাক্তার হিসেবেই দেখা গেছে। এটিও আমাদের জীবনেরই গল্প। আজ থেকে চার বছরেরও বেশি সময় আগে এই গল্প নিয়ে ভেবেছেন, যিনি গল্পটি লিখেছেন। এতদিন পর হলেও তা নাটক হিসেবে দর্শক দেখছে। আমি দু’টি নাটকের জন্যই বেশ সাড়া পাচ্ছি।
এ ছাড়া আরো কিছু নাটক গত ঈদে প্রচার হয়েছে। সেগুলোও ভালো সাড়া পাচ্ছি।’ গত ২৪ জুলাই ইউটিউবে প্রকাশিত হয়েছে অনামিকা মণ্ডল রচিত ও মেহেদী হাসান জনি পরিচালিত নাটক ‘লাস্ট ফাইভ আওয়ার্স’। এ দিকে দীর্ঘ দিন হলো অপূর্বকে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না। তার অভিনীত প্রথম সিনেমা ছিল আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাস্টার রিটার্নস’। এতে তার বিপরীতে ছিলেন জান্নাতুল ফেরদৌস পিয়া।

 


আরো সংবাদ



premium cement
আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ড. ইউনূস বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে বিভক্ত না হতে মাহাথিরের আহ্বান ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি মিয়ানমারের জেনারেল মিন অংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাইলেন আইসিসির প্রসিকিউটর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালাস পেলেন খালেদা জিয়া কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছেন : ফখরুল আইনজীবীর হত্যাকারী ‘বঙ্গবন্ধু সৈনিক’ শুভ কান্তি দাস কে? এশিয়া ডেমোক্র্যাসি অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড পেল অধিকার চিন্ময় ইস্যুতে ভারতের বিবৃতি দেয়া অনধিকার চর্চা : উপদেষ্টা নাহিদ

সকল