২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চরিত্রগুলোর প্রতি ভীষণ মনোযোগী ছিলাম : মেহজাবিন

চরিত্রগুলোর প্রতি ভীষণ মনোযোগী ছিলাম : মেহজাবিন -

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের ঈদেও নিজের অভিনয়গুণে অন্যদের ছাড়িয়ে গেছেন মেহজাবিন চৌধুরী। যেকোনো চরিত্রকে বাস্তবতার নিরিখে ফুটিয়ে তোলার অসাধারণ দক্ষতা রয়েছে ছোট পর্দার এই অভিনেত্রীর। বরাবরই তিনি নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতা দেখা গেছে ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যেও। এর মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে শিহাব শাহীনের ‘ভয়েজ ক্লিপ’, মিজানুর রহমান আরিয়ানের ‘ব্যবধান’ ও অনন্য ইমনের ‘অ্যাম্বুলেন্স গার্ল’। ‘ভয়েজ কিল্প’ নাটকটি রচনা করেছেন ড. জাহান সুলতানা এবং নাটকটির দৃশ্য ধারণে ক্যামেরায় ছিলেন এইচ এম জামান। ‘ব্যবধান’ নাটকটি রচনা করেছেন সোহেইল রহমান ও মিজানুর রহমান আরিয়ান এবং ক্যামেরায় ছিলেন সুমন হোসেইন। ‘অ্যাম্বুলেন্স গার্ল’ নাটকটির গল্প ভাবনা রেবেকা সুলতানা কেয়ার এবং ক্যামেরায় ছিলেন সুমন হোসেইন। ঈদে পেরিয়ে গেল ১৫ দিন। এই ১৫ দিনে মেহজাবিন চৌধুরী বিভিন্ন নাটকের রেসপন্স উপভোগ করছেন, পরিবারের সাথে নিজের মতো করে সময় কাটাচ্ছেন এবং শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে শুটিংয়ে ফেরার জন্য তার কাছে বেশ কিছু ভালো ভালো গল্পের স্ক্রিপ্টও হাতে এসেছে। মেহজাবিন জানান, তিনি ফাঁকে ফাঁকে মনোযোগ দিয়ে স্ক্রিপ্টগুলো পড়ছেন। ঈদের কাজ এবং কাজে ফেরা প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘এখন মূলত সময় কাটছে পরিবারের সাথেই। সেই সাথে প্রতিনিয়ত গেল ঈদের ভালো কাজগুলোর জন্য সাড়া পাচ্ছি, সময়টাকে উপভোগ করছি। গেল ঈদে প্রচারিত নাটকগুলোর মধ্যে আমি বিশেষত ভয়েজ কিল্প, অ্যাম্বুলেন্স গার্ল এবং ব্যবধান নাটকের জন্য সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি। তিনটিই মূলত গল্পের কারণে দর্শকের কাছে বেশি সাড়া পাচ্ছে। সেই সাথে আমি আমার চরিত্রগুলোর প্রতিও ভীষণ মনোযোগী ছিলাম। ভালো গল্পের প্রতি এখনো দর্শকের ভালোলাগা কাজ করে। সেই সাথে চরিত্র যদি দর্শকের মন ছুঁয়ে যায়, সেটিও আরো বেশি ভালোলাগার হয়ে উঠে। এই তিনটি নাটকের ক্ষেত্রে তাই হয়েছে। বিশেষত ভয়েজ ক্লিপ ও অ্যাম্বুলেন্স গার্লের ক্ষেত্রে। দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে, তারা ভিন্ন ধরনের গল্পের নাটকগুলো উপভোগ করছেন। আর এই মুহূর্তে আমি স্ক্রিপ্ট পড়ছি। হাতে বেশ কয়েকটি ভালো ভালো গল্পের স্ক্রিপ্ট এসেছে। সেগুলোই মনোযোগ দিয়ে পড়ছি। তবে ঠিক কবে নাগাদ কার নাটকের মধ্যদিয়ে শুটিংয়ে ফিরব, তা এখনো নিশ্চিত নয়।’ এ দিকে ঈদেই প্রচার শুরু হয়েছে আদনান আল রাজীবের পরিচালনায় মেহজাবিনের নতুন একটি বিজ্ঞাপন। কক্সবাজার সমুদ্রসৈকতে নির্মিত এই বিজ্ঞাপনটিতেও মেহজাবিনের উপস্থিতি দর্শককে মুগ্ধ করছে প্রতিনিয়ত।

 


আরো সংবাদ



premium cement