২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শ্রুতিমধুর মৌলিক গানেই বেঁচে থাকার স্বপ্ন সুস্মিতার

-

পরলোকগত বরেণ্য সঙ্গীতশিল্পী শাহানাজ রহমতুল্লাহ, রেজওয়ানা চৌধুরী বন্যা, সামিনা চৌধুরী ও ইবরার টিপুর বিচারকাজের মধ্য দিয়ে ২০১৪ সালের ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার শীর্ষ দশে স্থান করে নিয়েছিলেন সাভারের মেয়ে সুস্মিতা সাহা। তার বাবা সুকান্ত সাহা ও মা ডলি সাহা মেয়েকে গান শেখার জন্য প্রথমেই গানে হাতিখড়ি করান রাজধানীর টিকাটুলির শিক্ষক গোবিন্দ গৌতম চক্রবর্তীর কাছে, তাও আবার মাত্র চার বছর বয়সে। এরপর স্বর্গীয় অনুপ ভট্টাচার্য্যরে কাছেও কিছু দিন তালিম নিয়েছেন তিনি। ২০১৪ সালের পর থেকে এখন পর্যন্ত সামিনা চৌধুরীর কাছেই গানে তালিম নিচ্ছেন সুস্মিতা। এখন পর্যন্ত ৩০টি মৌলিক গান প্রকাশিত হয়েছে তার। গত বুধবার তিনি ‘আজি ঝর ঝর মুখর বাদলও দিনে’ ও ‘দে দোল দোল’ দু’টি কাভার সংয়ে কণ্ঠ দেন।


আরো সংবাদ



premium cement