মুক্তির অপেক্ষায় শিরীন শিলার চার সিনেমা
- বিনোদন প্রতিবেদক
- ২৫ জুলাই ২০২২, ০৪:৪০
মুক্তির অপেক্ষায় আছে এই প্রজন্মের নায়িকা শিরীন শিলা অভিনীত চারটি সিনেমা। সিনেমাগুলো হচ্ছেÑ মনতাজুর রহমান আকবরের ‘ঘর ভাঙা সংসার’, মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’, চন্দন চৌধুরীর ‘২৪.৩ -এর রাত’ ও সাখাওয়াত হোসেনের ‘বীরাঙ্গনা-৭১’। এরই মধ্যে সিনেমাগুলোর কাজ শিরীন শিলা শেষ করে দিয়েছেন। চন্দন চৌধুরীর ‘২৪.৩-এর রাত’ ও মেহেদী হাসানের ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমাটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। শিরীন শিলা বলেন, ‘মুক্তি প্রতীক্ষিত চারটি সিনেমার মধ্যে বীরাঙ্গনা-৭১ সিনেমাটিতে আমার চরিত্রেটি একেবারেই একটি ভিন্ন চরিত্রে। এতে আমি বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করেছি। এর আগে আমি কখনো বীরাঙ্গনা চরিত্রে কাজ করার সুযোগ পাইনি। এ চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। অনেক শ্রম দিতে হয়েছে। এতে যারা সহশিল্পী হিসেবে আমার সাথে কাজ করেছেন, তারাও আমাকে আমার অভিনয়ের ব্যাপারে দারুণ সহযোগিতা করেছেন। যেমন বিশেষত শ্রদ্ধেয় ফজলুর রহমান বাবু ভাই ও শাহেদ শরীফ ভান ভাইয়ের কথা বলতেই হয়। আবার ২৪.৩-এর রাত সিনেমাতেও আমি নিজেকে একজন লেখিকা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি। এ চরিত্রটিও আমার পছন্দ। এখানেও দর্শক আমাকে নতুনরূপে দেখতে পাবেন। ঘর ভাঙা সংসার, নদীর জলে শাপলা ভাসেÑ এ দুটো সিনেমাতেও আমাকে অনবদ্য দু’টি চরিত্রে অভিনয়ে দেখা যাবে। সব মিলিয়ে আমার মুক্তি প্রতীক্ষিত সিনেমা চারটি নিয়ে আমি খুবই আশাবাদী।
ছবি : আলিফ রিফাত
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা