সুনীলে সাড়া পাচ্ছেন তিশা
- বিনোদন প্রতিবেদক
- ২৩ জুলাই ২০২২, ০০:০০
এ প্রজন্মের মেধাবী পরিচালক হাসান রেজাউল পরিচালিত এনটিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মা-বাবা, ভাইবোন’ এরই মধ্যে বেশ দর্শকপ্রিয়তা লাভ করেছে। নন্দিত উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নাটকটি নির্মিত হচ্ছে। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ‘জাপানি’ চরিত্রে অভিনয় করছেন প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। তিনিই জানান, এই ধারাবাহিকে অভিনয় করে তিনি বেশ ভালো সাড়া পাচ্ছেন। এ নাটকে তিশার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম ও সাবেরী আলম মোতাহের। তিশা বলেন, ‘আমি আমার অভিনয় জীবনে পারিবারিক গল্পের ধারাবাহিক নাটকে খুব কমই অভিনয় করেছি। যতদূর মনে পড়ে এজাজ মুন্না ভাই ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়ের নির্দেশনায় দু’টি নাটকে অভিনয় করেছিলাম। এরপর আর তেমন উল্লেøখযোগ্য কোনো পারিবারিক গল্পের নাটকে অভিনয় করা হয়ে উঠেনি। কিন্তু হাসান রেজাউল ভাইয়ের নির্দেশনায় মা-বাবা, ভাইবোন ধারাবাহিকটিতে অভিনয় করে আমার ভীষণ ভালো লাগছে। কারণ এ নাটকটি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মাণ করছেন হাসান রেজাউল ভাই। তিনিই এই নাটকের চিত্রনাট্য করছেন। এর আগেও আমি হাসান রেজাউল ভাইয়ের নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। তিনি ভীষণ যতœ নিয়ে , ভীষণ আন্তরিকতার সাথে নাটকটি নির্মাণ করছেন। যে কারণে এই নাটকে অভিনয়ের জন্য বেশি সাড়া পাচ্ছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা