রাজের ‘করাপসন’-এ অনবদ্য ফারিন
- বিনোদন প্রতিবেদক
- ১৯ জুলাই ২০২২, ০০:০০
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের কাহিনী পরিচালনায় ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে বিশেষ নাটক ‘করাপসন’। একজন সৎ কর্মকর্তার মেয়ের তার বাবার পেনশনের টাকা অফিস থেকে তুলতে গিয়ে নানান ধরনের সমস্যার মুখোমুখি হবার গল্প নিয়েই মূলত ‘করাপসন’ নাটকের গল্প এগিয়ে যায়। মূলত গল্পের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফারিন। অভিনয় করেছেন অনবদ্য। এ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মুনিরা মিঠু, হাসান মাসুদ, ফারুক আহমেদ ও সাজু খাদেম। একটি অফিসের মধ্যকার ঘুষ দুর্নীতি চমৎকারভাবে তুলে ধরেছেন রাজ। যেটা সত্যিকার অর্থেই আমাদের সমাজে বহমান। ফারিন তার নিজের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। নাটকটি দেখে একজন দর্শক লিখেছেন, ‘বহুদিন পর দুর্নীতির ওপর একটি সাহসী নাটক, যা সমাজের প্রতি চপেটাঘাত! অসাধারণ অভিনয়, কাহিনী, পরিচালনা!’ মুস্তাকিম হোসেন নামের একজন দর্শক লিখেছেন, ‘আমার বাস্তব অভিজ্ঞতা থেকেও ভালোভাবে তুলে ধরেছে। আগের দিনগুলো মনে বেজে উঠল, সেই উপরে বারবার ওঠানামা, টেবিল টু টেবিল, ফাইলের ভাঁজে ভাঁজে সারা দিনের ঘাম আর টাকা, টঙের দোকানে চা দিয়ে সকাল দুপুর বিকেল শেষ করা। আরো কত কী। ধন্যবাদ সবাইকে যাদের অভিনয়ে পরিশ্রমে এ কাজ করা।’ সাগর রায় লিখেছেন, ‘প্রতিটি সরকারি কর্মকর্তার নাটকটি দেখার আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্তি করছি।’ মিল্টন দাস সনি লিখেছেন, ‘সত্যি প্রশংসা করার মতো একটা নাটক। সমাজের বাস্তবচিত্র ফুটে উঠেছে নাটকে। সেই সাথে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা ভালো মেসেজ ছিল নাটকে। এভাবে আমাদের দেশের তথা সমাজের অন্যায় অনিয়মগুলো বেশি বেশি করে নাটক সিনেমার মাধ্যমে তুলে আনা দরকার। অনেক অনেক ধন্যবাদ জানাই নাটকের অভিনেতা, অভিনেত্রী, পরিচালককে তাদের এই অসাধারণ নাটকের জন্য।’ আর জে রিয়েল লিখেছেন, ‘সত্যি নাটকটা অসাধারণ টাসনিয়া ফারিন, মনিরা মিঠু যাদের অভিনয় সব সময় ভালো হয় এবং সবার অভিনয় ভালো হয়েছে। এই বর্তমান সমাজের সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ড এগুলো হচ্ছে।’ মাহবুব রহমান লিখেছেন, ‘আমাদের দেশের সরকারি কর্মকর্তা, কর্মচারী আমলাদের এমনি শাস্তি হওয়া উচিত। অপকর্মের ভিডিও করে ভাইরাল করে দেয়া। এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে, এটি আমাদের নাগরিক অধিকার... সাহসী নাট্যকার ও পরিচালককে আন্তরিক ধন্যবাদ। নাটকের মাধ্যমে এভাবে সমাজের উপরওয়ালাদের অপকর্ম প্রকাশ করতে হবে।’
হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন
আজ ১৯ জুলাই কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে তারই নির্মিত তিনটি অনবদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি। ‘আমার আছে জল’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘ঘেটুপুত্র কমলা’। ইমপ্রেস টেলিফিল্মের ছবিগুলোর মধ্যে থেকে দু’টি এরই মধ্যে দেখানো হয়েছে ১৭ ও ১৮ জুলাই। আজ বেলা ৩টা ৫ মিনিটে দেখানো হবে ‘ঘেটুপুত্র কমলা’।
১৯ জুলাই সকাল সাড়ে ৭টায় ‘গান দিয়ে শুরু’ প্রচারের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায়, রানা ও তৃষা। দুপুর সাড়ে ১২টায় স্টুডিও থেকে প্রচার হবে ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন-এর বিশেষ পর্ব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা