২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চার বছরে শেষ হলো নুসরাতের ‘ভয়’

চার বছরে শেষ হলো নুসরাতের ‘ভয়’ -

শুরুটা হয়েছিল ২০১৯ সালে, সেটি শেষ হলো ২০২২ সালের জুলাই মাসে। এই চার বছর সময় নিয়ে তিনি কাজ করেছেন একটি সিনেমায়। নাম ‘ভয়’। এই সিনেমায় তার বিপরীতে আছেন কলকাতার অঙ্কুশ। এর আগেও তার সাথে ‘আশিকী’ ও ‘বিবাহ অভিযান’ সিনেমায় কাজ করা হয়েছে। সে হিসাবে তৃতীয়বারের মতো একসাথে কাজ করলেন নুসরাত ও অঙ্কুশ। সিনেমাটি নির্মাণ করেছেন রাজা চন্দ। গতকাল নুসরাত ফারিয়া তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘অঙ্কুশের সাথে আমার প্রথম সিনেমা ছিল ‘আশিকী’। এরপর ‘বিবাহ অভিযান’ করার পর ২০১৯ সালের সেপ্টেম্বরে আমরা ‘ভয়’ সিনেমার কাজ শুরু করি। কিন্তু করোনার কারণে ‘ভয়’-এর নির্মাণকাজ পিছিয়ে যায়। অবশেষে এরই মধ্যে কলকাতায় শুটিংয়ের মধ্য দিয়ে সিনেমার কাজ শেষ হলো। এখনো ডাবিং বাকি। ‘ভয়’ সিনেমাটির গল্প চমৎকার। অঙ্কুশ সবসময়ের মতোই ভীষণ সহযোগিতাপরায়ণ। আমাদের মধ্যে কাজের বোঝাপড়াটাও এককথায় দারুণ। যে কারণে ‘ভয়’ সিনেমাটি আগের দু’টি সিনেমার চেয়ে অনেক ভালো হয়েছে। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে।’ ‘ভয়’ কলকাতার সিনেমা, এমনটিই জানালেন নুসরাত ফারিয়া। উল্লেখ্য, নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা ছিল ‘আশিকী’। এটি নির্মাণ করেছিলেন অশোক পতি। এটি ২০১৫ সালে মুক্তি পায়। এতে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ। এরপর নুসরাত ফারিয়া ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাৎতিরিকি’, ‘বস-টু’, ‘ইন্সপেক্টর নটিকে’ ও ‘শাহেনশাহ’ সিনেমায় অভিনয় করেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমাতেও নুসরাত ফারিয়া অভিনয় করেছেন। এ সিনেমাটি তার অভিনয় জীবনের জন্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে তার ভাষ্য। ২০১৮ সালে নুসরাত ফারিয়ার কণ্ঠে প্রথম মৌলিক গান ‘পতাকা’ প্রকাশিত হয়। এরপর ‘আমি চাই থাকতে’, ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ ও ‘হাবিবি’ গান প্রকাশিত হয়। গানেও নুসরাত ফারিয়া বেশ আলোচনায় আসেন। তার গায়কী ও গানের মিউজিক ভিডিও মূলত শ্রোতা দর্শকের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করে।

 


আরো সংবাদ



premium cement