ঈদে নাটক এবং বিজ্ঞাপনে তারিন
- আলমগীর কবির
- ১৪ জুলাই ২০২২, ০২:২৫
তারিন জাহান, এমনই একজন অভিনেত্রী দিন দিন যার ভক্তসংখ্যা বেড়েই চলেছে। যে সময় থেকে (ছোট্টবেলা) তারিন অভিনয় শুরু করেছেন সেই সময় থেকে পরবর্তীতে পরিণত বয়সে এসেও যখন অভিনয় শুরু করেন তখন থেকে তারিনের অভিনয় দর্শককে মুগ্ধ করে আসছে। এখনো তারিনের ভক্ত দর্শকরা তাকে নতুন নতুন নাটকে দেখার প্রবল আগ্রহ প্রকাশ করেন। তারিন তাদের সেই আগ্রহের কারণেই ভালো ভালো গল্পের নাটকেই কাজ করার চেষ্টা করেন। পেশাগত একজন অভিনেত্রী হিসেবে অভিনয় করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তারিন। পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতেও ভীষণ ভালো লাগে তার। তাই আগামী ঈদে দেশের বিভিন্ন চ্যানেলে প্রচারের জন্য প্রথমবারের মতো কোনো তেলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তারিন। মানিক মানবিকের পরিচালনায় ‘রয়েল শেফ ফোর্টিফাইড ক্যানোলা তেল’-এর বিজ্ঞাপনে মডেল হিসেবে এরই মধ্যে শুটিং সম্পন্ন করেছেন তিনি। বিজ্ঞাপনটির ডাবিং-এর কাজও সম্পন্ন করেছেন তিনি। তারিন জাহান বলেন, ‘মানিক মানবিকের পরিচালনায় প্রথম কাজ করেছি। এটি একটি গল্পনির্ভর বিজ্ঞাপন। অনেক দিন পর কোনো বিজ্ঞাপনে কাজ করেছি। ডাবিং-এর সময় যতটুকু দেখেছি তাতে মনে হয়েছে সবকিছু মিলিয়ে বিজ্ঞাপনটি ভালো হয়েছে। আশা করছি ভালো লাগবে সবার।’ এদিকে আগামী ঈদের জন্য তারিন শুটিং করছেন গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সুপার ভাবী’ শিরোনামের একটি নাটকে। এতে অভিনয় প্রসঙ্গে তারিন বলেন, ‘সুপার ভাবী এমনই একজন মানবিক মানুষ যিনি পরিবারের সদস্যদের নানান সমস্যা সমাধান করার পাশাপাশি সমাজের নানান মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করেন। এটি সুপার ভাবী তার মানবিক জায়গা থেকেই করে থাকেন। মানবিক বিষয়টি ভালো লেগেছে বিধায় দোদুলের নির্দেশনায় এ কাজটি করছি। দোদুল যতœ নিয়ে নির্মাণ করছে। তাই এই নাটকটি নিয়েও আমি আশাবাদী।’ দোদুল বলেন, ‘আগে আমরা দেখতাম যে একটি নাটকে একটি চরিত্র বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতো, বেশ জনপ্রিয়তা পেতো, সেই ভাবনা থেকেই সুপার ভাবী নাটকটি নির্মাণ করা। সুপার ভাবী-ভীষণ সংসারী একজন মানুষ। কিন্তু ভীষণ মেধাবী এবং পরোপকারী একজন মানুষ। দারুণ অভিনয় করছে তারিন, আমি ভীষণ আশাবাদী কাজটি নিয়ে।’ সুপার ভাবীর গল্প দোদুলের, চিত্রনাট্য মহিউদ্দিন আহমেদের। ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে এবং ‘ঝাক্কাস’ নামক ওটিটি প্লাটফর্মে প্রচার হবে। আগামী ঈদে সোহেল হাসানের ‘উত্তরাধিকার’-এর নাটকেও দেখা যাবে তারিনকে। এছাড়া আগামী ঈদে এদিকে গেলো ২৫ জুন বাংলাদেশ সেতু বিভাগ ও ঢাকা জেলা প্রশাসন আয়োজিত পদ্মা সেতুর উদ্বোধনী উদযাপন অনুষ্ঠানে হাতিরঝিলের এমপি থিয়েটারে ফারজানা চৌধুরী বেবীর কোরিওগ্রাফিতে তারিন নৃত্য পরিবেশন করেন, যা উপস্থিত দর্শককে ভীষণভাবে মুগ্ধ করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা