২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
বড় বোনের নির্দেশনায়

মাহদিয়ার মৌলিক গান

মাহদিয়ার মৌলিক গান -

বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে সফল-সুখী-আদর্শ তারকা দম্পতি হিসেবে বেশ সুনাম রয়েছে নাইম-শাবনাজের। তাদের দুই কন্যা নামিরা ও মাহদিয়া। ছোট মেয়ে মাহদিয়ার ছোট বেলা থেকেই গানের প্রতি ছিল ভালোলাগা, ভালোবাসা। যে কারণে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মাহদিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মাহদিয়া নাইম’-এ তার কাভার সং ও বাবার সাথে গাওয়া গানও প্রকাশিত হয়েছে। তবে এবার মাহদিয়া আসছে তার জীবনের প্রথম মৌলিক গান নিয়ে। গানের শিরোনাম ‘দিনগুনে’। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। গানের শিরোনাম ঠিক করেছেন মাহদিয়ার বড় বোন নামিরা নাইম। গানের সার্বিক তত্ত্বাবধান এবং অনুপ্রেরণায় রয়েছেন মাহদিয়া ও নামিরার বাবা-মা নাইম শাবনাজ। গানের সঙ্গীত পরিচালনায় আছেন ইউসুফ আহমেদ খান এবং সঙ্গীতায়োজনে সাউন্ডহ্যাকার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নামিরা নাইম, সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় আছেন আবির স্বপ্নবাজ। জীবনের প্রথম মৌলিক গান প্রসঙ্গে মাহদিয়া বলেন, ‘অভি আঙ্কেলের সাথে আমাদের পরিবারের সম্পর্কটা একেবারেই পারিবারিক। সেই ছোট্টবেলা থেকেই অভি আঙ্কেলকে দেখে আসছি। কিছু দিন আগে এক ঘরোয়া আড্ডায় অভি আঙ্কেল-ইউসুফ আঙ্কেলের সাথে বসে গান নিয়ে পরিকল্পনা করা হয়। তখনই মূলত দিনগুনে গানটি আমার শোনা হয়। আমি যে ধরনের গান করার কথা ভাবছিলাম ঠিক সে ধরনেরই গান এটি। গানের কথা খুব সহজ সুন্দর ও গানের সুরও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাই এই গানটি করা। জীবনের প্রথম মৌলিক গান নিয়ে নিজের মধ্যে ভীষণ উচ্ছ্বাস কাজ করছে। সবার প্রতি গানটি শোনার জন্য বিনীত অনুরোধ রইল।’

 


আরো সংবাদ



premium cement