‘শেষটাতেও তুমিই ছিলে’তে তারা দু’জন
- বিনোদন প্রতিবেদক
- ০২ জুলাই ২০২২, ০০:০০
তাসনুভা তিশা এবং খায়রুল বাসার-দু’জনেরই ভাষ্য এমন যে স্ক্রিপ্ট ভালো না লাগলে তারা কাজ করতে আগ্রহী নন। স্ক্রিপ্ট ভালো না লাগলে সে কাজের প্রতি ভালোবাসাও থাকে না। স্ক্রিপ্ট ভীষণ ভালো লেগেছে বিধায় তারা দু’জন একসঙ্গে তানভীর সানির পরিচালনায় ‘শেষটাতেও তুমিই ছিলে’ নাটকে একসঙ্গে কাজ করেছেন। গেলো বুধ ও বৃহস্পতিবার রাজধানীর উত্তরাতে বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটি রচনা করেছেন মুনতাহা বৃত্তা। তানভীর সানি বলেন, ‘এই নাটকে তাসনুভা তিশা তিশা চরিত্রে এবং খায়রুল বাসার রায়হান চরিত্রে অভিনয় করেছেন। মূলত পরিবারকেন্দ্রিক গল্প হলেও শেষে লুকিয়ে আছে অদ্ভুত এক রহস্য। দু’জনই আমার পরিচালনায় প্রথম কোনো নাটকে অভিনয় করেছেন। তাদের দু’জনের অনবদ্য অভিনয়ে আমি মুগ্ধ।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তাসনুভা তিশা বলেন, ‘তানভীর সানির সঙ্গে এটা আমার প্রথম কাজ। গল্পটা ভালো লেগেছে আমার কাছে। বেশ যত্ন নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করা হয়েছে। আর খায়রুল বাসারের সঙ্গে এর আগেও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। বাসার তো আসলে অভিনয় জেনে আসা-শিখে আসা শিল্পী। যে কারণে তার সঙ্গে কাজ করাটা ভীষণ উপভোগ করি আমি। আশা করছি আমাদের এই কাজটি ভালো লাগবে দর্শকের।’ খায়রুল বাসার বলেন,‘ তাসনুভা তিশা আমার একজন ভালো বন্ধু, সহশিল্পী। তার সঙ্গে এর আগেও ভালো ভালো কয়েকটি কাজ হয়েছে। সামনেও হবে। আর অবশ্যই এই নাটকটিও ভালো হয়েছে। সত্যি বলতে কি একটি নাটকের গল্প ভালো লাগলে, পরিচালকের যত্ন থাকলে এবং শিল্পীদের আন্তরিক অংশগ্রহণ থাকলে তা ভালো হয়। শেষটাতেও তুমিই ছিলে- নাটকটি নিয়ে এ কারণে আশাবাদী। আর সহশিল্পী হিসেবে তিশার সঙ্গে কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। কেন যেন আমি ভীষণ কম্পোর্ট একটা জোনে থাকি- তার সঙ্গে কাজ করার সময়।’ আগামী ঈদে ‘শেষটাতেও তুমিই ছিলে’ নাটকটি দীপ্ত টিভিতে প্রচার হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা