২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চার বছর পর একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে সানী জুবায়ের

-

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নন্দিত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা সানী জুবায়ের। তিনি এমনই একজন নন্দিত সঙ্গীতশিল্পী যার গানের প্রতি ভীষণ ভালোলাগা রয়েছে উপমহাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লারও। দীর্ঘ চার বছর পর সানী জুবায়ের একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে দর্শকের মধ্যে আজ উপস্থিত হচ্ছেন। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সানী জুবায়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের গান শোনাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন সানী জুবায়ের নিজেই। দীর্ঘদিন পর একক সঙ্গীতানুষ্ঠান প্রসঙ্গে সানী জুবায়ের বলেন,‘ সত্যি বলতে কী করোনার প্রাদুর্ভাবের কারণে ঘরে বসে থেকে থেকে আমরা অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। করোনার মধ্যেও টিভিতে গান গেয়েছি, ফেসবুকে গান গেয়েছি। কিন্তু এভাবেতো আসলে শিল্পীর মনের তৃষ্ণা মিটে না। কারণ একজন সত্যিকারের শিল্পী সরাসরি দর্শকের সামনে গান গাইতে ভালোবাসেন, স্বাচ্ছন্দ্যবোধ করেন। দর্শকের সাথে যে সরাসরি যোগাযোগ স্থাপন হয়, সেটাই শিল্পী উপভোগ করেন। সেই তাড়না থেকেই মূলত এই একক সঙ্গীত সন্ধ্যা করতে যাচ্ছি। আমার বিশ^াস সবাই গান শুনতে আসবেন। আমি আমার কসুর পটিয়ালা ঘরানার গান পরিবেশন করার পাশাপাশি গজলও পরিবেশন করবো। সেই সাথে দর্শকের অনুরোধেও গান গাইবো। দর্শকের সাথে গল্পে গল্পে জীবনের কথা শেয়ার করতে চাই, গানকে ঘিরে গল্প করতে চাই, আর নিজের ভালোলাগার থেকে গান শোনাতে চাই।’ সানী জুবায়ের জানান তার এই ্কক সঙ্গীত সন্ধ্যার উদ্যোগ নিয়েছেন কারুকাজ’র সিইও কাওছার মাহমুদ ও সাধনা মহল। তাদের দু’জনের উদ্যোগেই এই ‘যুগলসন্ধি’র আয়োজন করা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে টিকিটের দাম রাখা হয়েছে ২৫০ টাকা।


আরো সংবাদ



premium cement
আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ, ন্যায়বিচারের আশ্বাস তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে মিরসরাইয়ে কৃষকের ৪টি গরু চুরি ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে : এফবিআই জামিন মেলেনি হলমার্ক গ্রুপের জেসমিনের গ্লোবাল লিগ : অবিশ্বাস্য হারে আসর শুরু রংপুর রাইডার্সের আফ্রিকায় ধর্ষকদের রক্ষায় আইনি ফাঁকফোকর নিয়ে প্রতিবেদন মেহেরপুরে আলগামন উল্টে চালক নিহত ভিড়ল কয়লার জাহাজ, উৎপাদনে ফিরছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র

সকল