২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দেশে এসেই সম্মাননায় ভূষিত আর্শিনা প্রিয়া

দেশে এসেই সম্মাননায় ভূষিত আর্শিনা প্রিয়া -

কিছু দিন আগেই অনেকটা জরুরি ভিত্তিতেই দেশে এসেছেন মডেল, অভিনেত্রী, গায়িকা, নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আর্শিনা প্রিয়া। দেশে এসে ঘোষণাও দিয়েছেন তিনি- এখন দেশেই নিয়মিত কাজ করবেন। এরই মধ্যে কয়েকটি গানও তৈরি তার। শিগগিরই প্রকাশ হবে গানগুলো। তবে দেশে এসে প্রথমেই তিনি বাংলাদেশের মিডিয়ায় তার কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সম্মাননা। একজন এন্টারটেইনার হিসেবে তিনি এই সম্মাননায় ভূষিত হয়েছেন। ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেইম অ্যাওয়ার্ড’ (বাইফা) ২০২২-এ একজন এন্টারটেইনার হিসেবে তিনি এই সম্মাননায় ভূষিত হয়েছেন। গত ২৮ জুন রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার, বাউল সম্রাজ্ঞী-সংসদ সদস্য মমতাজ বেগম ও কথাসাহিত্যিক-অভিনেতা-পরিচালক রাজু আলীমের হাত থেকে তিনি এই সম্মাননায় ভূষিত হয়েছেন। সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে আর্শিনা প্রিয়া বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। যারা আমাকে এই সম্মাননায় ভূষিত করেছেন তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর একটি বিশেষ কথা বলতে চাই, তা হলো- আমরা যারা দেশের বাইরে থেকে এসে দেশে কাজ করি, দেশের মাটিতে বিদেশের অর্থ বিনিয়োগ করে সংস্কৃৃতি অঙ্গনকে আরো সমৃদ্ধ করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করি। আমার মতো যারা আছেন তারা সত্যিই মন থেকে কাজ করেন নিবেদিত হয়ে। আমিও ঠিক তাই। এই সম্মাননা সত্যিকার অর্থেই কাজের প্রতি আমার দায়িত্ববোধ আরো অনেক বাড়িয়ে দিয়েছে। আমি আরো অনেক বেশি অনুপ্রাণিত হলাম।’ প্রিয়ার নতুন মৌলিক গান ‘সোনার খাঁচা আজ খালি রে’ গানটি প্রকাশের জন্য পুরোপুরি প্রস্তুত।

 


আরো সংবাদ



premium cement

সকল