২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শামীমা নাজনীনে মুগ্ধ দর্শক হ বিনোদন প্রতিবেদক

শামীমা নাজনীনে মুগ্ধ দর্শক হ বিনোদন প্রতিবেদক -

কিছু শিল্পী আছেন যারা নীরবে নিভৃতে কাজ করে যেতে ভালোবাসেন। একজন শামীমা নাজনীন ঠিক তেমনই একজন শিল্পী। শামীমা নাজনীন, কিশোরগঞ্জের কটিয়াদী থানার গাঙপুল গ্রামের মেয়ে। ঢাকা বিশ^বিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন ছাত্রী তিনি। বরেণ্য কথাসাহিত্যিক, নাটক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় সুবলের মা চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছিলেন। সেই মুগ্ধতার রেশ এখনো ছড়িয়ে যাচ্ছেন তিনি নাটক সিনেমায় অভিনয় করে। কিশোরগঞ্জের মেয়ে হওয়াতে তাকে ময়মনসিংহের ভাষার নাটকে দারুণভাবে দর্শক গ্রহণ করেছেন। যে কারণে ময়মনসিংহের ভাষার কোনো নাটক হলে তাকে নিয়ে নাটক নির্মাণ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন দর্শক। শামীমারও ভালো লাগে এই অঞ্চলের ভাষার নাটকে অভিনয় করতে। আগামী ঈদের জন্য শামীমা নাজনীন এরই মধ্যে মেহেদী হাসান জনি ও রুবেল হাসানের নির্দেশনায় দু’টি নাটকের কাজ শেষ করেছেন। এ ছাড়াও তিনি বর্তমানে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিকে ‘ফ্যামিলি ক্রাইসিস’ অভিনয় করছেন। শামীমা নাজনীন অভিনয়ে তার আজকের অবস্থান নিয়ে সন্তুষ্ট।


আরো সংবাদ



premium cement

সকল