২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অভিনয় শিল্পী সঙ্ঘের লোগো উন্মোচন

-

অভিনয় শিল্পী সঙ্ঘের নবনির্বাচিত সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসানের উদ্যোগে গত শুক্রবার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অভিনয় শিল্পী সঙ্ঘের নতুন প্রতীক (লোগো) উন্মোচন, আর্কাইভ উদ্বোধন ও বন্যার্তদের সহায়তায় তহবিল গঠনের উদ্দেশে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লোগো উন্মোচন, আর্কাইভ উদ্বোধন ও বন্যার্তদের জন্য তহবিল গঠনÑ প্রত্যেকটি বিষয়কেই ‘অভিনয় শিল্পী সঙ্ঘ’ বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। আহসান হাবিব নাসিম জানান, অভিনয় শিল্পী সঙ্ঘের নতুন লোগোটি ডিজাইন করেছেন চিরসবুজ অভিনতো, বিজ্ঞাপন ও নাটক নির্মাতা আফজাল হোসেন। আফজাল হোসেনের সাথে লোগোর সমন্বয় করেছেন অভিনেতা প্রাণ রায় ও সাজু খাদেম। অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত শিল্পীদের সামনে মূলত লোগোই উন্মোচন করা হয়। এরপর কয়েকজন শিল্পীর শুভেচ্ছা বক্তব্য শেষে অভিনয় শিল্পী সঙ্ঘের প্রযোজনায় নাট্যাঙ্গনের অগ্রজ অর্থাৎ সিনিয়র শিল্পীদের নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব তথ্যচিত্র নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে অভিনয়ে আগ্রহী করে তোলার জন্য এবং সর্বোপরি অভিনয় শিল্পী সঙ্ঘের আর্কাইভ হিসেবে থেকে যাওয়ার জন্যই অভিনয় শিল্পী সঙ্ঘের প্রযোজনায় আহসান হাবিব নাসিম ও রওনক হাসানের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছে। আহসান হাবিব নাসিম বলেন, ‘আমি-আমরা সবাই ভীষণভাবে কৃতজ্ঞ শ্রদ্ধেয় আফজাল হোসেন ভাইয়ের প্রতি, তিনি সময় দিয়ে আন্তরিকতার সাথে আমাদের অভিনয় শিল্পী সঙ্ঘের জন্য একটি তাৎপর্যপূর্ণ লোগো করেছেন।


আরো সংবাদ



premium cement