২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সম্মানী থেকে বন্যাদুর্গতদের জন্য নোলকের সহায়তা

সম্মানী থেকে বন্যাদুর্গতদের জন্য নোলকের সহায়তা -

সুনামগঞ্জ, সিলেটসহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বন্যার কারণে সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সরকারিভাবে বন্যাদুর্গতদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয়া হয়েছে। অনেকেই আবার ব্যক্তিগত উদ্যোগে কিংবা সংগঠনের আওতায় থেকে নানাভাবে অর্থ সংগ্রহ করে সশরীরে উপস্থিত থেকে বন্যাদুর্গতদের মধ্যে সহায়তা দিয়েছেন। আমাদের সংস্কৃতি অঙ্গনের অনেক তারকা আবার শুধু ফেসবুকে নিজেদের পেজ বা ফেসবুক আইডিতে ‘বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান’ শুধু এমন আহ্বান দিয়েই বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আবার হাতেগোনা মাত্র কয়েকজন তারকা নিজের দায়িত্ববোধের জায়গা থেকে শুধু ঘোষণাতেই নয়, আর্থিক সহায়তা কিংবা ত্রাণ দিয়ে সহায়তার মধ্য দিয়ে এগিয়ে এসেছেন। সঙ্গীতের বিস্ময়কর বালক জামালপুরের সন্তান নোলক সে ক্ষেত্রে আলাদা দৃষ্টান্ত স্থাপন করলেন। গত ২০ জুন তিনি কক্সবাজারে একটি শোতে গিয়েছিলেন। সেখানে তিনি যে সম্মানী পেয়েছেন, তা থেকে ৪০ হাজার টাকা তার পরিচিত কয়েকজন বন্ধুবান্ধবের হাতে তুলে দেন। তার বন্ধুরা আরো কয়েকজনের কাছ থেকে মোট দুই লাখ টাকা সংগ্রহ করে সুনামগঞ্জ, সিলেট ও জামালপুরের বিভিন্ন এলাকায় এরই মধ্যে ত্রাণ নিয়ে পৌঁছেছেন।
নোলক বলেন, ‘কক্সবাজারের শোতে যাওয়ার আগেই বন্ধুদের কথা দিয়েছিলাম, শো শেষে হাতে সম্মানী পাওয়া মাত্রই আমি সেখান থেকে ৪০ হাজার টাকা দিয়ে দেবো। ঠিক তাই করেছি। একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ববোধের জায়গা থেকে এটি করেছি। আমার যদি অনেক টাকা থাকত তাহলে হয়তো আরো অনেক টাকা নিয়ে, অনেক ত্রাণ নিয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে পারতাম। কিন্তু আমার যা সামর্থ্য আছে, তাই নিয়ে আমি বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আল্লøাহ সবাইকে হেফাজতে রাখুন, বন্যাদুর্গতদের দুর্দশা দ্রুত কেটে গিয়ে সাধারণ জীবনে ফিরে আসুক তাদের জীবন যাপন।’
এদিকে নোলক জানান, পদ্মা সেতু নিয়ে তিনি মিল্টন খন্দকারের লেখা ও সুরে এবং শরিফুন্নাহারের লেখা ও সুরে দু’টি গান গেয়েছেন। আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জে একটি স্টেজ শোতে গান গাইবেন নোলক। এ ছাড়া আজ তিনি গাজীপুরে একটি স্টেজ শোতে পারফর্ম করবেন। ঈদের পরদিন তিনি জামালপুরের তারাকান্দিতে একটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন।
এরই মধ্যে ইউটিউবে নোলকের গাওয়া (সীতাকুণ্ড অগ্নিকাণ্ড নিয়ে) ‘পোড়া লাশের সারি’ গানটি প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন সায়ীদ আব্দুল মালিক এবং সুর করেছেন এস এ কিরণ।


আরো সংবাদ



premium cement