২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘আমার আপনজন’-এ মোশাররফ করিম ও চমক

‘আমার আপনজন’-এ মোশাররফ করিম ও চমক -

তরুণ মেধাবী নাট্যকার ও নির্মাতা সেতু আরিফের পরিচালনায় এবারই প্রথম নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নাটকের পাণ্ডুলিপি সেতু আরিফেরই। এরই মধ্যে রাজধানীর উত্তরায় বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকে মোশাররফ করিম অভিনয় করেছেন সেলিম চরিত্রে এবং রুকাইয়া জাহান চমক অভিনয় করেছেন নাঈমা চরিত্রে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এবারই প্রথম সেতুর সাথে আমার কাজ করা। সেতুর লেখা আমার আপনজন নাটকটির গল্প আমার কাছে ভালো লেগেছে। গল্প ভালো লাগলে তা নিজের মধ্যে যথাযথভাবে ধারণ করেই আমি অভিনয় করার চেষ্টা করি। এই নাটকের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। সেতু বেশ যতœ নিয়ে কাজটি করার চেষ্টা করেছে। আর চমক এর আগেও আমার সাথে অভিনয় করেছে। নতুন হিসেবে তার চেষ্টাকে আমি সাধুবাদ জানাই।’ রুকাইয়া জাহান চমক বলেন, ‘কিছু দিন আগেই চ্যানেল আইতে আমার এবং মোশাররফ ভাইয়ের ধাঁধা নামের একটি নাটক প্রচারিত হয়েছে। এটি নির্মাণ করেছিলেন মেহেদী রনি। বেশ ভিন্ন ধরনের গল্পের নাটক। নাটকটিকে অভিনয় করে বেশ সাড়া পেয়েছি। আমার আপনজন নাটকের গল্পও খুব ভালো। মোশাররফ ভাই ভীষণ গুণী একজন অভিনেতা। তিনি ভীষণ সহযোগিতাপরায়ণও বটে। এই নাটকে অভিনয়ের সময়ও যথারীতি তিনি খুব সহযোগিতা করেছেন। ক্যামেরার সামনে যাবার আগে রিহার্সেলও করে নিয়েছি আমরা। আশা করছি এ নাটকটি ভালো লাগবে দর্শকের।’।

 

 


আরো সংবাদ



premium cement