বানভাসি মানুষের পাশে তারা
- আলমগীর কবির
- ২১ জুন ২০২২, ০০:০০, আপডেট: ২০ জুন ২০২২, ২২:৪০
সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের ১০ জেলায় বন্যা পরিস্থিতি বিপদসীমা অতিক্রম করেছে। সেখানকার মানুষের দুর্দশার চিত্র দেখে কাঁদছে দেশের মানুষ। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে সহায়তার হাত বাড়িয়েছেন। বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন চলচ্চিত্র ও নাট্যজগতের কয়েকজন তারকা। শাকিব খান, জয়া আহসান, বাপ্পি চৌধুরী, শবনম ফারিয়াসহ অনেক তারকাই নিজেদের সাধ্যমতো সাহায্যের পাশাপাশি দেশবাসীকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
সিলেটের বানভাসিদের জন্য নিজ থেকে সাহায্য নিয়ে প্রথম এগিয়ে আসেন চলচ্চিত্র অভিনেতা বাপ্পি চৌধুরী। তিনি লেখেন, ‘ছবি বা ভিডিওতে আমরা যা দেখছি, সিলেটের বন্যা পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। আমি এক সাংবাদিক ভাইয়ের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জের প্রান্তিক মানুষের সাথে কথা বলেছি। তাদের দুর্দশা ভাষায় প্রকাশ করার মতো না। এমন মানবিক বিপর্যয়ে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। আমি বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। সেই সাথে যারা ব্যক্তি উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন তাদের প্রতি আমার অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা। আমি নিজেও বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমার দর্শক-বন্ধুদের যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল। সোমবার দুপুরে আমার আইডি থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট ও বিকাশ-নগদ অ্যাকাউন্ট উল্লেখ করে একটি পোস্ট দেবো। দেশে বা বিদেশে, যে যেখানে আছেন সামর্থ্য অনুযায়ী বানভাসি মানুষের পাশে দাঁড়াবেন প্লিজ।’
বাপ্পির পোস্টের আধা ঘণ্টার মধ্যেই ফেসবুকে পোস্ট দেন শাকিব খান। নিজের ফেসবুক পেজে এ সুপারস্টার লেখেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাক্সক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যাকবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যরে মধ্যে অর্থসহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’
তিনি লেখেন, ‘সেই সাথে একটি তহবিল গঠনেরও কথা ভেবেছি, যা থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেসব বানভাসি মানুষের সাময়িক সঙ্কট মোকাবেলায়। বন্যাকবলিতদের যেকোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান তারা আমার সাথে ইমেইলে যোগাযোগ করবেন।’
এর আগে শুক্রবার শবনম ফারিয়া ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, ‘সুনামগঞ্জ আমার জন্মস্থান! বাবার পোস্টিং ছিল সেখানে! যদিও বড় হয়ে আর সেখানে যাওয়া হয়নি, কিন্তু কিছু দিন ধরে সেখানকার বন্যা পরিস্থিতির ছবি দেখে খুবই কষ্ট হচ্ছে...।’ শনিবার দুপুরে জয়া আহসান লেখেন, ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি। ঝুঁকি এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে ইলেকট্রিসিটি। ইন্টারনেট এমনকি দেশের অন্যান্য জায়গা থেকেও তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এ পরিস্থিতিতে হৃদয়ের অন্তঃস্থল থেকে সবার জন্য প্রার্থনা করছি, শিগগিরই প্রকৃতির এ ভয়াবহতা কেটে যাক, সিলেট ও সুনামগঞ্জের সব মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক। প্রশাসনের সাথে সাথে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। দেশের সবাই এগিয়ে আসুন এবং সবাই মিলে একসাথে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।’ জয়া আহসান বর্তমানে কলকাতায় আছেন। ২৪ জুন মুক্তি পাচ্ছে তার সিনেমা ঝরা পালক, যা বাংলা সাহিত্যের নির্জনতম কবি জীবনানন্দ দাশের জীবনের একটি অংশ ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমায় জয়াকে দেখা যাবে জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাশের চরিত্রে। সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান। চলতি সপ্তাহে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত সিনেমা অমানুষ। এ সিনেমার প্রথম সপ্তাহে প্রাপ্ত আয়ের পুরোটাই বানভাসি মানুষের কল্যাণে দিয়ে দিয়েছেন পরিচালক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা