২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শেষ হলো ফেরদৌস-ভাবনার দামপাড়া

শেষ হলো ফেরদৌস-ভাবনার দামপাড়া -

আশনা হাবিব ভাবনা, বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন ভার্সেটাইল অভিনেত্রী। অভিনয়ে তিনি তার মেধা দিয়ে তার প্রমাণ রেখেছেনও বহু নাটকে এবং সিনেমাতেও। যে কারণে তার প্রতি প্রবল বিশ^াসের জায়গা থেকে নতুন চলচ্চিত্র নির্মাতা শুদ্ধমান চৈতন তার নির্মিত প্রথম সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র এসপি শামসুল ইসলামের স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় ভাবনাকে নিয়ে কাজ করেছেন। এরই মধ্যে চট্টগ্রামে একটি গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শেষ হলো। এই সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন আনন জামান। সিনেমাতে এসপি শামসুল ইসলামের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘শুরুতেই যেটা বলতে চাই তা হলো- আসলে সিনিয়র শিল্পীদের সাথে কাজ করতে খুব ভালো লাগে। কারণ তাদের কাছ থেকে কাজের বাইরেও অনেক কিছু শেখা যায়। তিনি এত বিনয়ী, এত ডাউন টু আর্থ এবং কো-আর্টিস্ট হিসেবে তার সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। নতুন নির্মাতা হিসেবে চৈতনের সিনেমাটির নির্মাণকে ঘিরে ভীষণ উচ্ছ্বাস যেমন ছিল তার মাঝে, ঠিক তেমনি অনেক শ্রমও দিয়েছে। তার শতভাগ সৎ চেষ্টা ছিল, সেটা সব শিল্পীর মধ্যেও বহন ছিল। চিত্রনাট্যকার আনন জামান একটি অসাধারণ চিত্রনাট্য রচনা করেছেন। যে চিত্রনাট্য পড়ে আমার কাছে মনে হয়েছে, আমি এ সিনেমায় কাজ করতে চাই। শ্রদ্ধেয় মাহমুদা আন্টি এখনো বেঁচে আছেন বিধায় তার কাছ থেকে অনেক কিছু জেনে, তার মতো একজন জীবন্ত কিংবদন্তির চরিত্রে অভিনয় করাটাই ছিল আমার জন্য চ্যালেঞ্জ।’ ফেরদৌস আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে অস্ত্রের গুদামঘরের দায়িত্ব ছিল এসপি শামসুল ইসলামের কাছে। পাকিস্তানি আর্মিরা তার কাছে গুদামঘরের চাবি চেয়েছিল। কিন্তু তিনি পাকিস্তানি আর্মিদের সাথে একটি গেম খেলে সমস্ত অস্ত্র চট্টগ্রামসহ সারা দেশে ছড়িয়ে দেন। যে কারণে পরবর্তীতে যুদ্ধ শুরু হওয়ার পর আর্মিরা তাকে অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে খুন করে। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি ভীষণভাবে গর্বিত। এতে আমার স্ত্রীর ভূমিকায় ভাবনা অসাধারণ অভিনয় করেছে। ভাবনা ভীষণ ডেডিকেটেড একজন শিল্পী।’ চলতি বছরেই ‘দামপাড়া’ মুক্তির পরিকল্পনা রয়েছে। এর আগে ভাবনা অভিনীত অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ঙ্কর সুন্দর’ ও নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমা মুক্তি পায়। এদিকে ফেরদৌস বর্তমানে ব্যস্ত রয়েছেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘সুজন মাঝি’ সিনেমার কাজ নিয়ে।
ছবি : ভাবনার সৌজন্যে

 

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জি, প্রিয়াঙ্কা গান্ধী ‘যুদ্ধবিরতি ইসরাইলের জন্য কৌশলগত পরাজয়’ ডেসটিনির রফিকুল আমীনসহ ১৯ জনের মামলার রায় ১৫ জানুয়ারি আবারো হাসনাত আবদুল্লাহর গাড়িতে ট্রাকের ধাক্কা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের ইসকন ইস্যুতে কঠোর অবস্থানে সরকার : হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ উজিরপুরে রিকশা ও ইজিবাইকের ব্যাটারি চুরির হিড়িক ৯ দফা দাবিতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশের ডাক চট্টগ্রাম আদালতে দ্বিতীয় দিনের কর্মবিরতি চলছে আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

সকল