স্বপ্ন মৌলিক গানে শিল্পীদের আগ্রহ বাড়ানো
- বিনোদন প্রতিবেদক
- ১৬ জুন ২০২২, ০০:০০
জামাল হোসেন, একাধারে একজন কবি, নাট্যকার, গীতিকার। একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ছোটবেলা থেকেই কবিতা লেখার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। সেটা জীবনের এক পর্যায়ে এসে যে গানে গানে শিল্পীদের কণ্ঠের মাধ্যমে দেশ-বিদেশে অসংখ্য বাংলা সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের কাছে পৌঁছে যাবে, তা তার ভাবনায় ছিল না কখনো। কিন্তু সময়ের পরিক্রমায় জামাল হোসেন এখন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন বরেণ্য গীতিকার। সরকারি চাকরিতে থাকাকালীন সময়েই একদিন গায়ক, সুরকার মুহিন খানের সাথে জামাল হোসেনের পরিচয় হয়। তার কাছ থেকেই মূলত নিজের কবিতা থেকে গান করার অনুপ্রেরণা পান জামাল হোসেন। তার লেখা প্রথম গান মুহিনের সুরে রন্টি দাস কণ্ঠে তুলে নেন। গানটির কথা ছিল ‘ভর দুপুরে ওমন করে কে ডাকে আমায়, মন যে আমার উথাল হাওয়ায় বিলীন হয়ে যায়’। নিজের লেখা কবিতা থেকে প্রথম গানেই যেন মুগ্ধ হলেন জামাল হোসেন। পরবর্তীতে ২০১৮ সালে ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সঙ্গীতশিল্পীদের এক যুগ পূর্তিতে ১০ জনের জন্য ১০টি গান লিখেন। সেই গানগুলোর প্রকাশনা অনুষ্ঠানে জামাল হোসেনের গানগুলো উপস্থিত সবাইকে মুগ্ধ করে। আরো অনুপ্রাণিত হন তিনি। পরবর্তীতে নিজের মেয়ের নামেই ‘রঙ্গন মিউজিক’-এর যাত্রা শুরু হয়। এই নামেই রয়েছে ইউটিউব চ্যানেল। জামাল হোসেনের লেখা গান গেয়েছেন প্রবীণ-নবীন অনেক শিল্পী। যাদের মধ্যে উল্লেøখযোগ্য হচ্ছেন সৈয়দ আবদুুল হাদী, সুবীর নন্দী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রুমানা ইসলাম, কণা, ন্যান্সি, মুহিন, লিজা, প্রতীক, লুইপা, হৈমন্তী, ঝিলিক, ইমরান, ইউসুফসহ আরো অনেকে। গান লেখার পাশাপাশি জামাল হোসেনের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের নাটক ‘শিকড়’ প্রথম নির্মাণ করেন মাসুম শাহরিয়ার। এরপর আরো ২০টির মতো নাটক নির্মিত হয়েছে তার গল্পে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা