২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্বপ্ন মৌলিক গানে শিল্পীদের আগ্রহ বাড়ানো

-

জামাল হোসেন, একাধারে একজন কবি, নাট্যকার, গীতিকার। একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ছোটবেলা থেকেই কবিতা লেখার প্রতি ছিল তার প্রবল আগ্রহ। সেটা জীবনের এক পর্যায়ে এসে যে গানে গানে শিল্পীদের কণ্ঠের মাধ্যমে দেশ-বিদেশে অসংখ্য বাংলা সঙ্গীতপ্রেমী শ্রোতা দর্শকের কাছে পৌঁছে যাবে, তা তার ভাবনায় ছিল না কখনো। কিন্তু সময়ের পরিক্রমায় জামাল হোসেন এখন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন বরেণ্য গীতিকার। সরকারি চাকরিতে থাকাকালীন সময়েই একদিন গায়ক, সুরকার মুহিন খানের সাথে জামাল হোসেনের পরিচয় হয়। তার কাছ থেকেই মূলত নিজের কবিতা থেকে গান করার অনুপ্রেরণা পান জামাল হোসেন। তার লেখা প্রথম গান মুহিনের সুরে রন্টি দাস কণ্ঠে তুলে নেন। গানটির কথা ছিল ‘ভর দুপুরে ওমন করে কে ডাকে আমায়, মন যে আমার উথাল হাওয়ায় বিলীন হয়ে যায়’। নিজের লেখা কবিতা থেকে প্রথম গানেই যেন মুগ্ধ হলেন জামাল হোসেন। পরবর্তীতে ২০১৮ সালে ‘ক্লোজআপ ওয়ান’ তারকা সঙ্গীতশিল্পীদের এক যুগ পূর্তিতে ১০ জনের জন্য ১০টি গান লিখেন। সেই গানগুলোর প্রকাশনা অনুষ্ঠানে জামাল হোসেনের গানগুলো উপস্থিত সবাইকে মুগ্ধ করে। আরো অনুপ্রাণিত হন তিনি। পরবর্তীতে নিজের মেয়ের নামেই ‘রঙ্গন মিউজিক’-এর যাত্রা শুরু হয়। এই নামেই রয়েছে ইউটিউব চ্যানেল। জামাল হোসেনের লেখা গান গেয়েছেন প্রবীণ-নবীন অনেক শিল্পী। যাদের মধ্যে উল্লেøখযোগ্য হচ্ছেন সৈয়দ আবদুুল হাদী, সুবীর নন্দী, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, রুমানা ইসলাম, কণা, ন্যান্সি, মুহিন, লিজা, প্রতীক, লুইপা, হৈমন্তী, ঝিলিক, ইমরান, ইউসুফসহ আরো অনেকে। গান লেখার পাশাপাশি জামাল হোসেনের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের নাটক ‘শিকড়’ প্রথম নির্মাণ করেন মাসুম শাহরিয়ার। এরপর আরো ২০টির মতো নাটক নির্মিত হয়েছে তার গল্পে।

 


আরো সংবাদ



premium cement
আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ, ন্যায়বিচারের আশ্বাস তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে মিরসরাইয়ে কৃষকের ৪টি গরু চুরি ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে : এফবিআই জামিন মেলেনি হলমার্ক গ্রুপের জেসমিনের গ্লোবাল লিগ : অবিশ্বাস্য হারে আসর শুরু রংপুর রাইডার্সের আফ্রিকায় ধর্ষকদের রক্ষায় আইনি ফাঁকফোকর নিয়ে প্রতিবেদন মেহেরপুরে আলগামন উল্টে চালক নিহত ভিড়ল কয়লার জাহাজ, উৎপাদনে ফিরছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র

সকল